মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

জাতির পিতার সমাধি সৌধে বাপার্ডের নবাগত মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) নবাগত মহাপরিচালক এস এম আরশাদ ইমাম। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫আগস্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন। এ সময় বাপার্ডের পরিচালক ড. মোঃ আলমগীর হোসেন, কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবী, উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, মোঃ আব্দুল গনি মিনাসহ বাপার্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। এর আগে তিনি এই দিন সকালে মহাপরিচালক হিসেবে বাপার্ডে যোগদান করেন। এস এম আরশাদ ইমাম সরকারের একজন যুগ্ম সচিব এবং তিনি বিসিএস ১৮তম ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য। বাপার্ডে যোগদানের আগে তিনি পাট অধিদপ্তরের পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। এস এম আরশাদ ইমাম ১৬ নভেম্বর ১৯৭২ সালে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় জন্ম গ্রহন করেন। তার সহধর্মিনী ডাঃ আফরোজা খানম একটি বেসরকারি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই পুত্র সন্তানের জনক। বাপার্ডের নবাগত মহাপরিচালক এস এম আরশাদ ইমাম বলেন, জাতির পিতার নামের উপর প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে যোগদান করতে পেরে আমি আনন্দিত। আমি আমার মেধা ও শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com