২২ সেপ্টেম্বর বুধবার কোতয়ালী থানার (তৃতীয় তলা) মিলনায়তনে সিভিএ ওয়ার্কিং গ্রুপ এর আয়োজনে এবং দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় অংশগ্রহন মূলক কর্ম-পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মতুর্জা আল-মুঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতয়ালী থানার ওসি মোঃ মোজাফ্ফর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের ভারপ্রাপ্ত ম্যানেজার যোহন মুর্মু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস। তাকে সহযোগিতা করেন প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা। বক্তরা বলেন, শিশু বান্ধব পরিবেশের মাধ্যমে কোতয়ালী থানায় শিশু কর্ণার শিশুদের অধিকার প্রতিষ্ঠা হবে এবং থানায় আসা শিশুরা সেবা পাবে। নির্যাতিত শিশু, সুবিধাবঞ্চিত শিশু অথবা অপরাধের সাথে জড়িত অভিযোগের শিশুরা থানায় অবস্থানকালে বিনোদনমূলক পরিবেশে সেবা পাবে। সেখানে বই, টিভিসহ বিভিন্ন ধরনের বিনোদনমূলক উপকরনের মাধ্যমে তাদের সেবা নিশ্চিত করা হবে। সভা শেষে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে শিশু হেলথ ডেক্স অথবা শিশু কর্ণারের জন্য বুক সেলফ, বই, চেয়ার-টেবিল, পর্দা, জগ, গ্লাস প্রদান করা হয়।