বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই: মান্না

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। এই দাবিতে সবাইকে এক হতে হবে। আমি তো বিএনপি করি না। কিন্তু ‘এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়’ বিএনপির এই ঘোষণার সঙ্গে একমত হয়েছি। গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এ কথা বলেন। মাহমুদুর রহমান মান্নাহ বলেন, মানুষ খেতে পায় না। সব জিনিসের দাম বেশি। এর চাইতে দুখী দেশ আমরা কখনও দেখিনি। দেশের এই মুহূর্তেও প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা খরচ করে চার্টার্ড বিমান নিয়ে বিদেশে যাচ্ছেন। যারা ক্ষমতায় আসেন তাদের মধ্যে নূন্যতম মানবিকতা নেই।
তিনি বলেন, আমরা সমস্ত রাজনৈতিক দল একই মঞ্চে আসবো এটা আমি মনে করি না। একই মঞ্চে আসতে হবে এমনটির দরকারও নেই। সব জায়গা থেকে শুধুমাত্র এখন একই কথা উচ্চারণ করতে হবে। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল (অব.) ইবরাহিম ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com