বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

মৃত্যুযন্ত্রণা অত্যন্ত কঠিন

মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী:
  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

পবিত্র কুরআনের সূরা আল-কিয়ামাহ-এর ২৬-৩০ নং আয়াতে বর্ণিত হয়েছে, ‘কখনো নয়, যখন প্রাণ কণ্ঠাগত হবে এবং বলা হবে যে, কে তাকে রক্ষা করবে? তখন সে মনে করবে যে, এটা বিদায়ক্ষণ এবং পায়ের সাথে পা জড়িয়ে যাবে।’ এখানে পায়ের সাথে পা জড়িয়ে যাওয়ার অর্থ হলো- মৃত্যুর সময় মৃত্যুযন্ত্রণা পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকে, ফলে মানুষের প্রাণ বের হয়ে যায়। মহানবী সা: ইরশাদ করেন, ‘মৃত্যুযন্ত্রণা খুব কঠিন’। আল্লামা ইবনে কাইয়েম রহ. বলেন, এক ব্যক্তি সবসময় মদপান করত। তার মৃত্যুযন্ত্রণা শুরু হলে পাশে উপবিষ্ট এক ব্যক্তি বললেন, ‘তুমি লা ইলাহা ইল্লাল্লাহ’ বলো। এ কথা শুনে ওই ব্যক্তির চেহারার রঙ পরিবর্তন হয়ে গেল। পাশে উপবিষ্ট ব্যক্তি দ্বিতীয়বার তালকিন তথা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়ার জন্য বলল। তখন মুমূর্ষু ব্যক্তি তালকিন প্রদানকারীর প্রতি তাকিয়ে চিৎকার দিয়ে বলল, ‘তুমি পান করো আর আমাকেও পান করতে দাও, তুমি পান করো আর আমাকেও পান করতে দাও’ -এ কথা বলতে বলতে ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল। (নাউজুবিল্লাহ)। মহান আল্লাহর দরবারে দরখাস্ত করছি, তিনি আমাদেরকে মৃত্যুর কষ্ট থেকে রেহাই দান এবং আমাদেরকে মৃত্যুর সময় কালেমা তাইয়েবা পড়ার তাওফিক দান করুন। রাসূল সা: মুমিন ও কাফেরের মৃত্যুর আলাদা অবস্থা বর্ণনা করেছেন। মুমিনের যখন মৃত্যু হয় তখন সূর্যের আলোর ন্যায় আলোকিত চেহারাসম্পন্ন ফেরেশতা জান্নাত থেকে সুগন্ধযুক্ত রেশমি কাফন সাথে নিয়ে এসে মুমিন ব্যক্তিকে সালাম করে। মালাকুল মউত তার রুহ কবজ করার আগে তাকে এ বলে সুসংবাদ দেয়, হে পবিত্র আত্মা! তুমি খুশি হও, তোমার জন্য রয়েছে আল্লাহর রহমত এবং জান্নাতের নিয়ামতসমূহ। এ খবর শুনে মুমিন ব্যক্তির অন্তর আল্লাহর দরবারে হাজির হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে। ফেরেশতা তার রুহ কবজ করার পর তা সুগন্ধময় সাদা রেশমি কাপড়ে জড়িয়ে আকাশের দিকে নিয়ে যায়। ফেরেশতারা আকাশের দরজা নক করা মাত্র এ মুমিন বান্দার পরিচয় পেয়ে তার জন্য আকাশের দরজা খুলে দেন এবং তাকে স্বাগত জানান। ফেরেশতারা তার রুহকে এমনিভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আকাশে নিয়ে যায়। ওখানে পৌঁছার পর মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসে যে, আমার এ বান্দার নাম ইল্লিইয়িনে (নেককারদের আত্মা ও আমলনামা সংরক্ষণের স্থান) লিস্টিভুক্ত করো। অতপর প্রশ্ন-উত্তরের জন্য তার রুহ পুনরায় তার শরীরে ফেরত পাঠানো হয়।
আর কাফের ব্যক্তির অবস্থা সম্পর্কে মহানবী সা: ইরশাদ করেন, যখন কাফেরের মৃত্যুর সময় আসে তখন তার জান কবজ করার জন্য অত্যন্ত কুৎসিত চেহারাসম্পন্ন ফেরেশতা দুর্গন্ধময় কাফন সাথে নিয়ে এসে তাকে আল্লাহর অসন্তুষ্টি এবং জাহান্নামের দুঃসংবাদ জানিয়ে তার রুহ শরীর থেকে জোর করে বের করে। এ সময় কাফেরের রুহ থেকে বর্ণনাতীত দুর্গন্ধ আসে। এরপর যখন মালাকুল মউত কাফেরের দুর্গন্ধময় রুহ নিয়ে প্রথম আকাশে পৌঁছে, তখন দরজায় নক করা মাত্র আকাশের ফেরেশতারা বলেন, ‘তার জন্য আকাশের দরজা খোলা হবে না। তাকে বেইজ্জতির সাথে পুনরায় দুনিয়ায় পাঠিয়ে দাও।’ তখন ফেরেশতারা তাকে প্রথম আকাশ থেকে বেইজ্জতির সাথে মাটিতে ফেরত পাঠিয়ে দেয়। এদিকে আল্লাহ তায়ালার পক্ষ থেকে নির্দেশ আসে, তার নাম সিজ্জিনের (পাপিষ্ঠদের আত্মা ও আমলনামা সংরক্ষণের স্থান) তালিকায় লিখে দাও। অতপর তার রুহকে দ্বিতীয়বার প্রশ্ন-উত্তরের জন্য তার শরীরে পাঠানো হয়।
আল্লাহ তায়ালার দরবারে আমরা কবর-হাশরের আজাব থেকে পানাহ চাই এবং আমাদেরকে মেহেরবানী করে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করছি।
মুহতামিম, জামিয়া মদিনাতুল উলুম ভাটারা, ঢাকা ও খতিব, মালিবাগ বায়তুল আজীম শহীদী জামে মসজিদ, ঢাকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com