নীলফামারী জলঢাকা পৌরশহর এখন যানজটের শহর। ফলে প্রতিনিয়ত বেড়ে চলছে জনদুর্ভোগ। এ পৌরশহরের প্রধান সড়কের ওপর দিয়ে পাটগ্রাম বুড়িমারি, চিলাহাটি ও বাংলাবান্দা এই তিনটি স্থলবন্দর হতে প্রতিদিন পণ্যবাহী ট্রাক ছাড়াও ডালিয়া, ডোমার, ডিমলা, পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে দেশের দক্ষিণের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অঞ্চলের শত শত যানবাহন চলাচল করে।জলঢাকা পৌর শহর একটি গুরুত্বপূর্ণ সড়ক।সড়ক গুলোর দুধারে রিক্সা/ভ্যান ও অটোরিকশা দাড়িয়ে থাকা সহ ফুটপাতে দোকানপাট গড়ে উঠায় সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। এছাড়া উল্লেখ যে,ভ্যান, অটোরিকশা,অটো ও সিএনজি এ সমস্ত যানবাহনের নির্ধারিত কোন পার্কিং স্ট্যান্ড না থাকায় যততত্র গাড়ি রখার ফলে প্রতি মুহুর্তে যানজট লেগেই থাকে। এতে পথচারীদের চলাচলেও চরম দুর্ভোগ পোহাতে হয়। তাছাড়া স্থানীয় লোকজন এর সাথে কথা বলে জানা যায়, আমাদের পৌরসভার রাস্তা টি দুই লেনের এবং রাস্তার দুই পাশে পথচারীদের হাটার জন্য কোন ফুটপাত না থাকায় ও রাস্তার দু’ধারে ফলমূল শাক সবজি ও বিভিন্ন ছোট খাটো দোকানপাট গড়ে ওঠায় যত্রতত্র যানবাহন যেখানে সেখানে রাখায় প্রতি মুহুর্তে যানজট লেগেই থাকে। বিশেষ করে সন্ধ্যার পর দুরপাল্লার বাস দিয়ে ভরে যায় পৌরশহরের প্রধান প্রধান সড়ক গুলো তা সামাল দিতে প্রতিনিয়ত হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে, এ চিত্র দেখা যায় বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত। অবিলম্বে মানুষের দুর্ভোগ লাঘবে যানজট মুক্ত করে সরকারের কাছে এ-ই সড়ক গুলোকে চারলেন সড়কের দাবি জানান পৌরবাসি। যানজট নিরসন ও শহর উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু বলেন, উন্নয়নের অংশ হিসেবে বাইপাস সড়ক নির্মাণ, জলাবদ্ধতা দুরিকরণে ড্রেনেজ ব্যবস্থা এবং মানুষের চলাচলের জন্য ফুটপাত ও বাজার উন্নয়নের সঙ্গে পার্কিং ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।