যশোরের কেশবপুরে কোভিট মোকাবেলায় ৩৯ টি প্রাথমিক বিদ্যালয়ে ৬ হাজার শিশুদের মাঝে দাতা সংস্থা ইউকেএইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়ন এবং পরিত্রাণ এর উদ্যোগে মাস্ক বিতরণ শুরু হয়েছে। বুধবার সকালে বালিয়াডাঙ্গা পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে মাস্ক বিতরণ উদ্বোধন করেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি এসআর সাঈদ। বক্তব্য রাখেন পরিত্রাণের প্রদীপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, বালিয়াডাঙ্গা পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা পারভীন, সহকারী শিক্ষক তপন সানা, আঞ্জয়ারা বেগম, মমতাজ খাতুন, প্রজেক্ট অফিসার শরীফ আহমেদ, মনিটরিং অফিসার তাপস মন্ডল, সাহিদা খাতুন, তন্দ্রা দত্ত, তারেক হাসান রকি, স্বেচ্ছাসেবক সীমা খাতুন, রীনা দাস প্রমুখ। উদ্বোধনী দিনে কেশবপুর উপজেলার কেশবপুর সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বালিয়াডাঙ্গা পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাগরদাঁড়ী ইউনিয়নের বাশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, রঘুরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মজিদপুর ইউনিয়নের বাগদাহ মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদেও মাঝে উন্নত মানের কাপড়ের মাস্ক বিতরণের পাশাপাশি মাস্ক ব্যবহারের নিয়ম কানুন, স্বাস্থ্যবিধি মেনে চলা, হাত ধোয়ার বিধিবিধানসহ সচেতনতামুলক প্রচারাভিযান কার্যক্রম অনুষ্ঠিত হয়।