রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন

পাঁচবিবিতে বাল্য বিবাহ, মাদক ও ইভটিজিং বিরোধী আলোচনা সভা ও মাস্ক বিতরণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

জয়পুরহাটের পাঁচবিবিতে বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং যৌতুক প্রতিরোধে আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের যৌথ আয়োজনে আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খানমের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রক্যেশলী আব্দুল কাইয়ুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ডিএম আব্দুল হামিদ, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভানেত্রী আয়েশা ছিদ্দিকা, উপদেষ্টা রফিকুল ইসলাম শাহিন চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব, আওলাই ইউপি চেয়ারম্যন আব্দুর রাজ্জাক, থানার এস আই সাইফুল ইসলাম, পাঁচবিবি তথ্য আপা শাহনেওয়াজ ফেরদৌসী প্রমুখ। সভায় বক্তারা বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, যৌতুক প্রতিরোধের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন এবং এই মহামারী করোনা সংকট মহুর্তে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চালচল ও মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করেন। পরে স্কুল ছাত্র/ছাত্র ও অভিভাবকদের মাঝে ৪শ মাস্ক বিতরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com