আন্তর্জাতিক তথ্য অধিকার উপলক্ষ্যে বিশিষ্ট্য নাগরিকদের নিয়ে গোল টেবিল বৈঠকের আয়োজন করেছে সুশাষনের জন্য নাগরিক (সুজন) ও এন.আর.ডিএস। স্থানীয় একটি রে¯টুরেন্টে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এড. নূর উদ্দিন চেীধুরী নয়ন (এমপি)। সুজন, লক্ষ্মীপুর জেলার সভাপতি সাংবাদিক কামাল হেসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রপেসর মাইন উদ্দিন পাঠান। জেলা তথ্য কর্মকর্তা বিশ্ব নাথ মজুমদার, জেলা আইনজীবী সভাপতি এড. শাহাদাত হোসেন, এন.আর.ডিএস. এর এরিয়া ম্যানেজার বিপ্লব কুমার ভৌমিক, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম, দত্তপাড়া ডিগ্রী কলেজের অধ্যপক সুলতানা মুসুমা ভানু, সুজনের সাধারণ সম্পাদক মাসউদুর রহমান খান ভূট্টু, সহসভাপতি স্ংাবাদিক কামাল উদ্দিন, লক্ষ্মীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন সাধারন সম্পাদক হাবিবুর রহমান সবুজ প্রমুখ। এ সময় শিক্ষক সাংবাদিক ব্যবসায়ী, মানবাদিকার কর্মী সহ বিপুল পরিমাণ লোক উপস্থিত ছিলেন।