বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

ছাতকে শেখ হাসিনার জন্মদিনে এমপি মানিকের আহবানে স্মরণকালের বড় সমাবেশ

আল-হেলাল সুনামগঞ্জ :
  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশে কোন সরকার প্রধানের জন্মদিন উপলক্ষে এটাই ছিল স্মরণকালের সর্ববৃহত্তম গণ জমায়েত। করোনা মহামারীর পর দেশের আর কোথায়ও এ ধরনের বড় কোন সমাবেশ হয়নি। বিশেষ করে ৭৫ কেজি ওজনের কেক কেটে কোন দলীয় প্রধানের জন্মদিন পালন, তাও সরকার প্রধানের অবর্তমানে, বাংলাদেশে এই ধরনের মহতি অনুষ্ঠান এই প্রথম। একাধারে গান, বক্তৃতা, দোয়া ও শ্লোগানের মধ্যে দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করে এই রেকর্ড গড়েছেন সুনামগঞ্জ-৫ নির্বাচনী এলাকা ছাতক-দোয়ারাবাজার থেকে চারবারের নির্বাচিত সাংসদ মহিবুর রহমান মানিক। কাউকে কোন পরিবহন খরচ প্রদান, কিংবা আপ্যায়ন এবং আনুষ্ঠানিক নিমন্ত্রণ ছাড়াই যার স্বল্প সময়ের প্রচারণায় অসম্ভব আগ্রহ ও আন্তরিকতা নিয়ে শুধুমাত্র একটি সুনির্দিষ্ট জন্মদিনের কর্মসুচিকে স্বাগত জানাতে দলে দলে সমবেত হয়েছে মানুষ আর মানুষ। “শুভ শুভ শুভ দিন, শেখ হাসিনার জন্মদিন” লাখো মানুষের কন্ঠের এই শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সুনামগঞ্জ জেলার শিল্পনগরী ছাতক শহর। ছাতক-দোয়ারা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই জন্মোৎসবের আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল থেকে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলে দলে মিছিল নিয়ে সকাল থেকেই নেতাকর্মীরা আসতে থাকেন ছাতক শহরে। আনুষ্ঠানিকভাবে কেক কাটার পর জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান শুরু হয় বিকেল ২টায়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাত সাড়ে ১২টা পর্যন্ত লাগাতারভাবে চলতে থাকে অনুষ্ঠানটি। ছাতক পৌরসভাসহ দোয়ারাবাজার ও ছাতক উপজেলার সকল ইউনিয়ন থেকে ব্যানার, ফেস্টুনসহ শ্লোগানে-শ্লোগানে ও বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল সহকারে লোকজন সভাস্থলে এসে জড়ো হন। দিনভর ছাতক শহরে যেন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিলো। সুসজ্জিত করা হয়েছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও এর আশপাশ এলাকা। ছাতক পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও প্রতিষ্ঠাকালীন পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, বাংলাদেশের স্বাধীনতার রূপকার যেমন বঙ্গবন্ধু তেমন উন্নত বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা। ইতিহাসের স্বরূপ অনুসন্ধান করলে পাওয়া যাবে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। আর তা রক্ষার দায়িত্ব পালন করছেন তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাঁর হাত ধরেই বাংলাদেশ আজ উন্নয়ন ও বিকাশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার মিছিলে এগিয়ে চলেছে অদম্য গতিতে। এখন বাংলাদেশের উন্নয়ন ও শেখ হাসিনা একবিন্দুতে মিলিত হয়েছেন। শেখ হাসিনা মানেই স্বপ্ন,শেখ হাসিনা মানেই এগিয়ে যাওয়া। ইতিমধ্যে শেখ হাসিনা নিজের বিচক্ষণতা আর দুরদর্শিতা দিয়ে নিজেকে শুধু দক্ষিণ এশিয়ারই নয় বিশ্বের অন্যতম শক্তিধর ও জনপ্রিয় নেত্রী এবং রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। এমপি মানিক আরও বলেন, রাজনৈতিক প্রজ্ঞা দিয়েই তিনি ছাতক-দোয়ারাবাসীর স্বপ্নপুরণে এই আসনে আমাকে ৭ বার নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করতে মনোনীত করেছেন। ছাতক-দোয়ারার যত উন্নয়ন সবই আওয়ামী লীগের হাত দিয়ে হয়েছে। তাই শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতে ছাতকে আজ এই জনসমুদ্র। এই এলাকার সুনাম সমৃদ্ধি ও উন্নয়ন যাদের সহ্য হয়না ইতিহাস তাদের ক্ষমা করবেনা। ছাতক সুনামগঞ্জ রেলপথ নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা সফল হবে না। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, বঙ্গবন্ধু কন্যা নিজেই একজন রতœ। তাই তিনি রতœ চিনতে ভুল করেন না। ছাতক-দোয়ারার মানুষ তথা সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের জন্য মুহিবুর রহমান মানিক শেখ হাসিনার উপহার। শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মানুষ জয় করেছে ক্ষুধা ও দারিদ্রকে। শেখ হাসিনা এ দেশকে, এ জাতিকে নিয়ে যাচ্ছেন সকল প্রকার উন্নতির চরম শিখরের দিকে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা হবো বিশ্বের সবচেয়ে সুখী ও সমৃদ্ধশালী জাতির অংশ। ছাতক উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সদস্য আফজাল হোসেন, পৌর আয়োমীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক কাউন্সিলর তাপস চৌধুরী ও সিলেট মহানগর স্বেচ্চাসেবকলীগের সহ সভাপতি এম রশিদ আহমদের যৌথ পরিচালনায় জন্মোৎসবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজাত আলী রফিক, অধ্যক্ষ মঈনুদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকটে আকতারুজ্জামান সেলিম , প্রবীণ সাংবাদিক তাপস পুরকায়স্থ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আফতাব হোসেন খান, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আওয়ামী লীগ নেতা গয়াছ আহমদ, আব্দুল খালিক, দেওয়ান তানভীর আশরাফি চৌধুরী বাবু, মহিলা ভাইস চেয়ারমম্যান সালেহা বেগম ও লিপি বেগম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি উবায়দুল রউফ বাবলু, দোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক জসিম উদ্দিন রানা, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ছাতক উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজাম্মুল হক রিপন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানি। সভায় কোরআন তেলাওয়াত ও দোয়া পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলি। সভায় ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, গয়াস আহমদ, শায়েস্তা মিয়া, বিল্লাল আহমদ, মোরাদ হোসেন, আমিরুল হক, কাজী আনোয়ার মিয়া আনু, আখলাকুর রহমান, আব্দুল হেকিম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, আলহাজ্ব নূরুল ইসলাম, আখলুছ মিয়া, আফজাল আবেদীন আবুল, বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, ফজর উদ্দিন, মোজাহিদ আলী, আওয়ামীলীগ নেতা আজমান আলী, চান মিয়া চৌধুরী, জিতু মিয়া,মোশাহিদ আলী, শাহরিয়ার কবির সায়েম, আফতাব উদ্দিন, সাব্বির আহমদ, গিয়াস উদ্দিন, এড. শামছুর রহমান, এড. মনির উদ্দিন, এড. জমির উদ্দিন, আলা উদ্দিন, নিতাই রায়, কালিদাস পোদ্দার, মিজানুর রহমান জাবেদ, পীযুষ দাস, সিরাজুল ইসলাম, জোয়াদ আলী, সিলেট সিটি কাউন্সিলর বিক্রম কর সম্রাট, সাবেক কাউন্সিলর আছাব মিয়া, আব্দুল আউয়াল, মাফিজ আলী, নজমুল হোসেন, হাফিজ আব্দুল্লাহ, মঞ্জু মিয়া, কুতুব উদ্দিন, হাজী বুলবুল, আনিছুর রহমান চৌধুরী সুমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা পীযুষ কান্তি দে, মুজিব মালদার, বাবুল রায়, আবু শামা রাসেল, মুহিবুর রহমান তালুকদার টুনু, রঞ্জন কুমার দাস, এনামুল হক, সাকের রহমান, মঞ্জুর আলম, কৃপেশ চন্দ, যুবলীগ নেতা হাজী জয়নাল আবেদীন, বিমান ঘোষ, কুহিন চৌধুরী, সুহেল মাহমুদ, ইশতিয়াক রহমান তানভীর,ফজলু মিয়া মেম্বার, আব্দুল মালিক মেম্বার, আব্দুল কদ্দুস সুমন মেম্বার, মাহমুদুর রহমান যোসেফ, আবু হানিফা সায়মন, আনোয়ার হোসেন আলী, কামরুজ্জামান কামরুল, ইউনুছ খান, কামাল উদ্দিন, এনামুল হক তালুকদার, কামরুল হাসান কাজল, আবিদুর রহমান আঙ্গুর, রাফি আহমদ রিংকু, আমতর আলী, আঙ্গুর মিয়া, হাবিবুর রহমান, বাবুল মিয়া মেম্বার, শাহিন আহমদ তালুকদার, কামাল উদ্দিন, অতুল দেব, আব্দুল মতিন, জাকির হোসেন, রহমত মোল্লা, সেলিম আহমদ, খালেদ আহমদ, খলিলুর রহমান, শফিক মিয়া, আব্দুল করিম, রইছ আহমদ, রহিম আলী, ফরিদ মিয়া, তমাল দাস, গিয়াস উদ্দিন, আব্দুল কুদ্দুস শিপলু, মুক্তিযোদ্ধার সন্তান সহিদুল ইসলাম, শ্রমিকলীগ নেতা আব্দুল কুদ্দুস, আজিজুর রহমানসহ ছাতক-দোয়ারাবাজার উপজেলা ও ছাতক পৌর আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মোনাজাত পরিচালনা করেন বাঘেরখলা পীর শাহ ফারুক আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন ছাতক উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ ও আফজাল হোসেন। সবশেষে সন্ধ্যায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে গভীর রাত পর্যন্ত দেশের সাড়াজাগানো শিল্পী আশিক,অংকন ও তশিবা অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন। অধীর আগ্রহে অতিথি শিল্পীদের গান উপভোগ করেন সমবেত লোকজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও গণ মানুষের নেতা মহিবুর রহমান মানিক কে নিয়ে উদ্বোধনী গান পরিবেশন করেন বাংলাদেশ বেতারের শিল্পী ও গীতিকার সাংবাদিক আল-হেলাল। গানগুলোতে মুজিববর্ষের অঙ্গীকার-মন্ত্রী মানিক চাই এবার বলে শ্লোগান জপে বঞ্চিত ছাতক দোয়ারাবাসীর প্রাণের দাবী বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সুনামগঞ্জ জেলার সিনিয়র এমপি হিসেবে জননেতা মুহিবুর রহমান মানিক কে মন্ত্রী নিয়োগের জোরালো দাবী উত্থাপন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com