শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন

করোনায় ফ্রান্সে ২৭ হাজার মানুষের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২০

করোনভাইরাসে ইউরোপের দেশ ফ্রান্সে এখন পর্যন্ত ২৬ হাজার ৯৯৪ জন মানুষের মৃত্যু হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে এতথ্য জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কমপক্ষে ২১ হাজার ৫৯৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ফ্রান্সে এখন পর্যন্ত ১ লাখ ৭৮ হাজার ৩৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ২২৫ জন।

ওই পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৬ হাজার ৯৯১ জন এবং ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৫৭ হাজার ৭৮৫ জন। ফ্রান্সে বর্তমানে ২৫৪২ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। তারা চিকিৎসা নিচ্ছেন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com