রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিজয় ছিনিয়ে নিতে ষড়যন্ত্র চলছে: নজরুল ইসলাম খান পতিত আ’লীগ সরকারের কবল থেকে ভিক্ষুকরাও রেহাই পায় নাই : ডা. শফিকুর রহমান জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই : তারেক রহমান ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক ডিসি মশিউর সাত দিনের রিমান্ডে ভারতে ‘অবৈধ’ শেখ হাসিনা, এখন কী পদক্ষেপ নেবে ভারত দেশবাসী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে ফোন নম্বর মুখস্থ থাকাই কাল হলো তোফাজ্জলের? আরও কিছু সংস্কার কমিশন করার পরিকল্পনা আছে : নাহিদ মুসল্লিদের প্রতিরোধের মুখে স্বৈরাচারী হাসিনার নিযুক্ত খতিব রুহুল আমিনের পলায়ন আইন নিজের হাতে তুলে নেয়া দেশের জন্য অশনিসংকেত: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

স্বাধীনতা পরবর্তী আ’লীগের প্রথম চেয়ারম্যান আল মোমিন শাহ্ গাবরু

কামাল ইয়াসীন ব্যুরো চীফ রাজশাহী :
  • আপডেট সময় শনিবার, ৯ অক্টোবর, ২০২১

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সংগঠক কেফায়েতুল্ল্যাহ শাহ্ আ’লীগের দুঃসময়ে মোহনপুর উপজেলা আ’লীগের পরপর ৪ বার কৃষিবিষয়ক সম্পাদক এবং একবার উপজেলা আ’লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে অদ্যাবধি উপজেলা আ’লীগকে আর্থিক, শারিরিক, মানসিকসহ সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছেন। সেই সুত্রেই আ’লীগ পরিবারে জন্ম নেয়া ও বেড়ে ওঠা আ’লীগ নেতা কেফায়েতুল্ল্যাহ শাহ্’র উত্তরাধিকারী আল মোমিন শাহ্ গাবরু ১৯৯১ সালে মোহনপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৯২ সালে মোহনপুর ডিগ্রী কলেজের (আলফোর-গাবরু) জিএস পদপ্রার্থী ছিলেন এবং ১৯৯৬ সালে ২য় বারের মত আবারও ছাত্র লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৩ সাল থেকে শুরু করে আজতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করে আসছেন। ২০০৮ সালে লগি-ব্ঠৈা আন্দোলনে আল মোমিন শাহ্ গাবরু’র ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ২০১৬ সালে ৪ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনিত নৌকা প্রতীকে উপজেলা সদরে প্রথম বারের মতো ৫নং বাকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী এই প্রথম বাকশিমইল ইউনিয়ন পরিষদে আ’লীগ মনোনিত সমর্থিত একজন চেয়ারম্যান নির্বাচিত হন। ইউ,পি চেয়ারম্যান আল মোমিন শাহ্ গাবরু এই প্রতিবেদককে জানালেন, তার দীর্ঘ পাঁচ বছরে কোনরুপ হয়রানি ছাড়াই অনায়াসে দলমত নির্বিশেষে প্রয়োজন মোতাবেক বয়ষ্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিএফ, ভিজিডি, উপকারভোগী কর্মসূচি প্রকল্পসহ যাবতীয় দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছেন। তিনি আরও জানালেন, অধিকাংশ ক্ষেত্রে বরাদ্দের তুলনায় চাহিদা বেশী থাকায় অহেতুক ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। এছাড়াও মাননীয় সংসদ সদস্যের সহায়তায় ইউনিয়নের রাস্তা পাকা করণ, এইচবিবি করণ ও রাস্তা সংস্কারের ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা লক্ষনীয়। রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এবং মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডঃ আব্দুস সালামের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় ইউ,পি চেয়ারম্যান আল মোমিন শাহ্ গাবরু বাকশিমইল ইউনিয়ন পরিষদকে একটি মডেলযোগ্য অবস্থানে পৌঁছে দিয়েছেন। বাকশিমইল ইউনিয়নে আ’লীগের নেতা-কর্মীদের মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউ,পি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনকল্যানমূলক কাজসহ উল্লেখযোগ্য তেমন কেউ সামাজিক ও রাজনৈতিক অবস্থান তৈরী করতে না পারায় ইউ,পি চেয়ারম্যান আল মোমিন শাহ্ গাবরু এখন পর্যন্ত এককভাবে পজেটিভ অবস্থান দখল করে রেখেছেন। সামাজিক ও রাজনৈতিক অবস্থানসহ সার্বিক বিবেচনায় দেখা যায়, আসন্ন বাকশিমইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউ,পি চেয়ারম্যান আল মোমিন শাহ্ গাবরু আবারও নৌকা প্রতীকের মনোনয়ন প্রাপ্তির সম্ভাবনায় যতটা এগিয়ে রয়েছেন ঠিক ততটায় অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা পিছিয়ে রয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com