দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঘাটপাড়া এলাকার খুব হাস্যজ্জল একটি ছেলের নাম জুয়েল মিয়া। সে ঘোড়াঘাট সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র। বয়স ২৪ ক্যান্সার নামে জটিল রোগে আক্রান্ত। ক্যান্সার নামক জটিল রোগ টা আজ সেই হাস্যজ্জল মুখের হাসিটাকে কেড়ে নিয়েছে। কিছুদিন হইলো মাথা ব্যাথা এবং অসুস্থ হয়ে পড়ে। গত সেপ্টেম্বর মাসে সে রংপুর ল্যাব এইড লিঃ ডায়গনস্টিক সেন্টারে চিকিৎসা করেন পরে রংপুর পপুলার ২ চিকিৎসা করেন। শরীরের কোন উন্নতি না হয় সে ঢাকা সিরাজ-খালেদা মেমোরিয়াল ক্যান্টনমেন্ট হসপিটালের চিকিৎসা করেন। সেখান থেকে চিকিৎসকরা বলেন, জুয়েলকে দেশের বাহিরে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে দ্রুত নিতে হবে। এই দিকে প্রায় ১ লক্ষ খরচ হয়েছে। তার পারিবারিক অবস্থাও তেমন ভালো না, তার পরিবারের পক্ষে করা সম্ভব না। তার বাবা পেশায় একজন লন্ডি মিস্ত্রি তার এই ক্ষুদ্র আয়ে চলে তাদের পরিবার। এমনতো অবস্থায় এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সকলের সহযোগিতায় এবং এলাকার বাইরে থেকে সাহায্য হাত বাড়িয়েদেয় অনেকে। এদিকে প্রায় ৮০ হাজার টাকা বিভিন্ন ভাবে চিকিৎসার জন্য পাঠিয়েছে অনেকে কিন্তু তার চিকিৎসার জন্য আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকার প্রয়োজন। জুয়েলের মা বলেন তার শারীরিক অবস্থার দিনদিন অবনতির দিকে যাচ্ছে। এখন সে এক চোখে কম দেখছে এবং এক কান দিয়ে কম শুনছে। তার চিকিৎসার জন্য সকলের কাছে সাহায্য এবং দোয়া চেয়েছেন।
তার পারসোনাল বিকাশ নাম্বার : ০১৭৯৮-৭২৫-৭৭৮ এবং আল-আরাফা ইসলামি ব্যাংক (অঈঈ: ৯৯০১১৮২৬৭৪৮৯৯)