বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
শ্রীমঙ্গলে বৃষ্টি হওয়ায় চা-বাগানগুলোতে নতুন প্রাণের সঞ্চার চিকিৎসা বিজ্ঞানে সাফল্য আনবে বরিশালের প্রীতমের আবিষ্কৃত রোবটিক আর্ম ফরিদপুরে বেশিরভাগ কেন্দ্রই ফাঁকা! ঈশ্বরগঞ্জে মাটির নিচ থেকে প্রাচীন রৌপ্য মুদ্রা উদ্ধার জগন্নাথপুরে কৃষকদের সংখ্যা বেশি হওয়ায় ধান কিনতে লটারি ধামরাইয়ে দপ্তরি দিয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান মুফতি মাওলানা বশির আহমদ বরিশালের আগৈলঝাড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত আবদুল জলিল এক অসহায় ভ্যানচালকের চিকিৎসার জন্য সাহায্যের আকুতি কোন প্রার্থী প্রশাসনের নয়, প্রার্থীকে নির্বাচিত করবে দেশের জনগণ-জেলা প্রশাসক

জোভানের গল্পের নায়িকা ফারিণ

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

অভিনয়শিল্পীদের অনেকেই এখন নাটকের গল্প ও চিত্রনাট্য লিখা শুরু করেছেন। সেই তালিকায় এবার নতুন করে যোগ হলো অভিনেতা ফারহান আহমেদ জোভানের নাম। এর আগে তার গল্পভাবনায় নাটক নির্মিত হলেও, এবার তিনি প্রথমবারের মত চিত্রনাট্য লিখেছেন। নাটকের নাম ‘আমার বার্থ ডে’। নাটকটি পরিচালনা করেছেন সহিদ উন নবী। গেল তিন দিন ধরে রাজধানীর পুরান ঢাকায় নাটকটির শুটিং চলছে। নাটকটির গল্পের নায়ক অভিনেতা জোভান নিজেই, আর নায়িকা তাসনিয়া ফারিণ। এছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, মনিরা মিঠু, রেশমি, তানজিম হাসান অনিক, মানতাহা ওয়ার্দা প্রমুখ।
নির্মাতা সহিদ উন নবী বলেন, ‘খুবই ইন্টারেস্টিং একটা গল্প, যেটার গল্প ও চিত্রনাট্য করেছে জোভান নিজে। রোমান্টিক কমেডি ঘরানার একটা কাজ। দর্শকরা যেমন গল্প পছন্দ করে এটা ঠিক তেমনই। ভালো বাজেটে এবং বড় আয়োজনে এর শুটিং হচ্ছে। আজকে নিয়ে তিনদিন শুটিং করছি আমরা। কাজটিতে অনেক রকম ভেরিয়েশন আছে, লোকেশনেও পরিবর্তন আছে, এছাড়া গুণী শিল্পীদের সমাহারও রয়েছে এখানে। আমার বিশ্বাস কাজটি দর্শকরা পছন্দ করবেন।’ অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, ‘গল্পটা খুবই সুন্দর, জোভান যখন আমার সঙ্গে শেয়ার করলো তখন আমি তাকে সাধুবাদ জানাই। একজন শিল্পী যখন তার অভিনয়ের বাইরে নতুন একটা বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করে; সেটা অবশ্যই ভালো দিক। অভিনয়ের ব্যস্ততার বাইরে গিয়েও গল্প নিয়ে ভাবা, লেখা কিন্তু অনেক কষ্টসাধ্য। তারপরও সে সেটা করছে। কেউ যদি তার অন্য একটা গুণ এক্সপ্লোর করতে চায় তাহলে সেটা তো খুবই ভালো। প্রথম গল্প, চিত্রনাট্য হিসেবে জোভান সেটা খুব ভালো লিখেছে। খুবই ইন্টারেস্টিং। আমি তার সেই গল্পের একটা অংশ হতে পেরেছি এবং চেষ্টা করছি কাজটিকে আরও বেশি সুন্দর করার।’
নাটকটির গল্পকার ও চিত্রনাট্যকার জোভান বলেন, ‘এই গল্পটা মাথায় আসে আমার জন্মদিনে, যখন আমি আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম তখন। তখন এই গল্পটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি, আমার প্ল্যান শুনে ওরা বেশ খুশি হয়েছে। এরপর আমি সংলাপ, দৃশ্যগুলো বলি, আমার বন্ধুরা সেভাবে লিখতে শুরু করে। এরপর সেই স্ক্রিপ্টটা পরিচালক সহিদ উন নবীর সঙ্গে শেয়ার করার পর উনার বেশ পছন্দ হয়, এরপর শুটিংয়ে নেমে পড়ি।’ তিনি আরও বলেন, ‘গল্পটা আসলে ‘২৫তম জন্মদিন’কে ঘিরে। গল্পে দেখা যাবে যে, ছেলেটা পুরান ঢাকার। তার জন্মদিনকে ঘিরে সে এলাকজুড়ে বিশাল এক আয়োজন করে। দিনটিকে ঘিরে ৭ দিন ব্যাপী আয়োজন করে বসে। মাইকিং করে এলাকাবাসীর সবাইকে দাওয়াত করে বসে। এরপর শেষদিকে গিয়ে দর্শকরা একটা টুইস্ট পাবে, দর্শকরা মজা পাবে আশা করি।’
পথিক প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘আমার বার্থ ডে’ নাটকটি ২২ অক্টোবর একুশে টেলিভিশনে এবং ২৫ অক্টোবর গ্লোবাল টিভিতে প্রচারিত হবে বলে জানান নির্মাতা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com