মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

জামালপুরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

সারাদেশে সংগঠিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণঅনশন, গণাবস্থান ও বিক্ষোভ করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখা। শনিবার (২৩অক্টোবর) ভোরে পৌর শহরের দয়াময়ী মোড়ে সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার দ্রুত বাস্তবায়ন, সাম্প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে জনগনের ঐক্যবদ্ধ ভুমিকা ও সারাদেশে সংগঠিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণঅনশন, গণাবস্থান ও বিক্ষোভ করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৬ঘন্টা ব্যাপি গণঅনশন, গণাবস্থান ও বিক্ষোভ সভাপতিত্ব করেন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত লক্ষ্মি কান্ত পন্ডিত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সাধারন সম্পাদক রমেণ বণিকের সঞ্চলনায় ৬ঘন্টা ব্যাপী গণঅনশন, গণাবস্থান ও বিক্ষোভে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, এড.জাহিদ আনোয়ার, প্রবীন সাংবাদিক উৎপল কান্তি ধর, মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহ, মহিলা বিষয়ক সম্পাদক স্বরসতী রাজভর, বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাতুল সাহা, উদীচী শিল্পী গোষ্ঠী জামালপুর জেলা শাখার সাধারন সম্পাদক গৌতম সিংহ সাহা, খ্রিস্টান ঐক্য পরিষদ মেলান্দহ উপজেলা শাখার সহ-সভাপতি আশীতোষ সাহা, তরঙ্গ মহিলা সমিতির সভাপতি শামীমা খানম ও রাসেল মিয়া প্রমুখ। এ সময় বক্তরা বলেন, এ দেশ অসাম্প্রদায়িক দেশ। এ দেশের মানুষ ধর্মীয় পরিচয়ে পরিচিত নয়, এ দেশের মানুষ বাঙালি ও বাংলাদেশী। সকল ধর্মের মানুষকে স্বাধীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান করতে দেয়ার দাবী জানান বক্তারা। বক্তারা আরও বলনে, সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের পাশাপাশি সংখ্যা লঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার দ্রুত বাস্তবায়ন ও সংখ্যা লঘু আইন প্রনয়নের দাবী জানান তাঁরা। পরে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা প্রতিবাদী সংগীত পরিবেশন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com