সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

রওশন এরশাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে: জিএম কাদের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। বেগম রওশন এরশাদ বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে বেগম রওশন এরশাদ এমপির রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি মহান আল্লাহর কাছে বিরোধীদলীয় নেতার দ্রুত রোগমুক্তি কামনা করেছেন।
বেগম রওশন এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাতে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার এমপি, জহিরুল ইসলাম জহির, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের, সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, মনিরুল ইসলাম মিলন, আমানত হোসেন আমানত, হারুন অর রশীদ, হেনা খান পন্নি, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রানী, শফিকুল ইসলাম শফিক, শফিউল্লাহ শফি, শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মো. আমির হোসেন ভূঁইয়া, ফখরুল আহসান শাহজাদা, সম্পাদকম-লীর সদস্য হুমায়ুন খান, আনোয়ার হোসেন তোতা, সাইফুদ্দিন খালেদ, সৈয়দ ইফতেকার আহসান হাসান, মো. আনিস উর রহমান খোকন, কাজী আবুল খায়ের, সুলতান মাহমুদ, এমএ রাজ্জাক খান, আহাদ ইউ চৌধুরী শাহীন, মোস্তাফিজুর রহমান আকাশ, গোলাম মোস্তফা, মিজানুর রহমান মিরু, যুগ্ম সম্পাদকম-লী দেলোয়ার হোসেন মিলন, জাকির হোসেন মৃধা, শারীম পারভিন লিজা, আব্দুস সাত্তার গালিব, মামুনুর রহিম সুমন, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, হাফেজ ক্বারী মাওলানা ইসারুহুল্লাহ আসিফ, মীর সামছুল আলম লিপটন, শেখ মো. শান্ত, কেন্দ্রীয় নেতা সাজ্জাদ পারভেজ, আবু সাঈদ স্বপন, শফিকুল ইসলাম দুলাল, মো. জাকির হোসেন, আলমগীর কবীর মজুমদার, শেখ সারোয়ার হোসেন, তাসলিমা আকবর রুনা, জেসমিন নূর প্রিয়াংকা, আলাউদ্দিন আহমেদ, ফারুক শেঠ, এএনএম রফিকুল আলম সেলিম, মো. আলমগীর হোসেন, জিয়াউর রহমান বিপুল, পেয়ারুল হক হিমেল, ইঞ্জিনিয়ার এলাহান, রমজান আলী ভূঁইয়া, মোখলেছুর রহমান বস্তু, আশিক আহমেদ। দীর্ঘদিন ধরে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন। কিছুদিন আগে কিছুটা সুস্থ হলে তাকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com