রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১০০ জন, আক্রান্ত ৩৯৬৭

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০

ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ১০০ জন করোনা রোগী। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬৭ জন। ফলে দেশটিতে প্রায় ৮২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হলেন। অর্থাৎ সেখানে মোট করোনা রোগীর সংখ্যা ৮১ হাজার ৯৭০ জন।

শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

তাদের দেওয়া পরিসংখ্যান অনুসারে, ভারতে করোনায় মারা গেছে মোট ২ হাজার ৬৪৯ জন। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘেরে ফিরে গেছেন বহু মানুষ।

জানা যায়, ভয়ঙ্কর করোনার কবলে পড়েও চিকিৎসা সহায়তায় এখন ভালো আছেন ও পুরোপুরি সুস্থ হয়ে গেছেন ২৭ হাজার ৯২০ জন মানুষ।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতে গত ২৫ মার্চ থেকে লকডাউন জারি করা হয়। দফায় দফায় এই লকডাউনের মেয়াদ বাড়িয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৮ মে থেকে দেশে ফের বাড়ছে লকডাউনের মেয়াদ।

এদিকে করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার মাইক্রোসফটের সাবেক কর্ণধার বিল গেটসের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মহামারি মোকাবিলায় বৈজ্ঞানিক গবেষণাসহ বৈশ্বিক সমন্বয়ের গুরুত্ব নিয়েও আলোচনা করেন তারা।

সূত্র: এনডিটিভি

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com