নীলফামারীর ডোমারে এক কলেজ ছাত্রকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রোববার (৩১ অক্টোবর) দুপুরে ডোমার রিপোর্টার্স ক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেই কলেজ ছাত্রের বাবা হবিবর রহমান। এসময় জসিমুলের মা জোসনা বেগম, ভাই করিমুল ইসলাম, সহিদার রহমান স্বাধীন ও দাদা রেয়াছত আলী উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তিনি জানান, আমার বড় ছেলে জসিমুল ইসলাম(২৫) গত ২৮ এপ্রিল রাত দেড় টার দিকে আইন শৃংখাবাহিনীর পরিচয় দিয়ে সাদা পোষাকধারী কয়েকজন ডোমার উপজেলা মোড় এলাকার ফায়িমা আক্তারের বাসা হতে উঠিয়ে নিয়ে যায়। পরের দিন আমি ডোমার থানায় বিষয়টি জানতে চাইলে থানা কতৃপক্ষ আমাকে জানান, আপনার ছেলে ভালো যায়গাতে আছে। ১০দিন পর জানতে পারি, সন্ত্রাস বিরোধী আইনে ঢাকার মোহাম্মদপুর থানায় আমার ছেলে জসিমুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলা নং-৫২, তারিখ ৮/০৫/২০২১ইং। মামলার এজাহারে তাকে জসিমুল ইসলাম মোহাম্মদপুর থানাধীন বছিলা রোড ময়ূর ভিলার রাস্তার উত্তর পাশ থেকে আটক দেখানো হয়েছে। তার বাবার অভিযোগ জসিমুল ইসলামকে ডোমার উপজেলা মোড় থেকে উঠিয়ে নিয়ে যায়। জসিমুলের বাবা লিখিত বক্তব্যে আরো জানান, আমার ছেলে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয় ঢাকায় লেখাপড়া করেন। বিগত দুই মাস থেকে ডোমারে অবস্থান করেছে। নিজ এলাকায় থাকাকালীন সময়ে তাকে আইন শৃংখলাবাহিনীর সদস্যরা নিয়ে যায়। তিনি বলেন, আমার ছেলে বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্র। বে-আইনী কোন কাজে জড়িত থাকার কোন অভিযোগ কোনদিন তার বিরুদ্ধে ছিল না। আমার ছেলেকে মিথ্যা মামলায় ফাসিয়ে হয়রানি ও তার ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছে। বিষয়টি সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জসিমুল ইসলামকে মামলা থেকে অব্যাহতির দাবী জানান পরিবারের সদস্যরা। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আমি এ থানার অল্প কিছুদিন আগে যোগদান করেছি। তৎকালীন ওসি বিষয়টি জানতে পারে।