ইউপি নির্বাচনে সকল প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি পালনের লক্ষে আইন শৃঙ্খলা সহ কোন প্রকার সন্ত্রাস প্রশ্রয় দেয়া হবে না। গতকাল গলাচিপা সরকারি কলেজ অডিটরিয়াম হলে গলাচিপা উপজেলার ৮টি ইউনিয়নের ৩শত ৬৩ জন ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের উপস্থিতিতে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিনের আয়োজনে মত বিনিময় সভায় পটুয়াখালী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মো: কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে নির্বাচনী আচরণ বিধি এবং সকল প্রার্থীদের সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষে প্রার্থীসহ সংশ্লিষ্ট রিটার্নিং, প্রিজাইডিং, আইন ,শৃঙ্খলা বাহিনী, প্রশাসনকে তিনি একথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, আইন শৃঙ্খলা বিষয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলার সুদক্ষ পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার সৈয়দ শফিকুল হক, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মুঃ শাহিন শাহ, অফিসার ইনচার্জ এম.আর শওকত আনোয়ার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান শিবলী, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান কবির, উপজেলা কৃষি অফিসার আরজু আকতার ও প্রেসক্লাব সভাপতি মুঃ খালিদ হোসেন মিলটন মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে সরকারি ভাবে জেলা প্রশাসক মহোদয় উপজেলা নির্বাহী অফিস, সহকারী কমিশনার (ভুমি) অফিস, গলাচিপা থানা, গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এছাড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ গলাচিপায় পুলিশ সার্কেল অফিস ও গলাচিপা থানা পরিদর্শনে যান। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ও জেলা পুলিশ সুপার মহোদয়কে উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন।