বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

শ্রীরামকাঠীর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আলতাফ বেপারীকে পেয়ে বেজায় খুশি ভোটাররা

নিয়াজ মোর্শেদ (পিরোজপুর) স্বরূপকাঠি :
  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

রাজনীতির মাঠে সঠিক চর্চা নেই বিদায় জেলা সহ স্ব স্ব ইউনিয়নের মধ্যে দলীয় কোন্দল চরম পর্যায়ে। হোক সে ক্ষমতাসীন আওয়ামী লীগ কিংবা জনপ্রিয় দল বি এন পি। প্রতিটি উপজেলা কিংবা ইউনিয়নের মধ্যে প্রভাব ফেলেছে যত্রতত্র ভাবে। আর সেই আলোকে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মধ্যে ৮নং শ্রীরামকাঠীর মধ্যে দলীয় কোন্দল চরম পর্যায়ে।গত নির্বাচন থেকেই শুরু হয় স্থানীয় পর্যায়ে দলীয় কোন্দল। আর সেই কারণে বর্তমান সময়েও ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার প্রার্থীকে নিয়ে বিতর্কের শেষ নেই। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে শ্রীরামকাঠীর বহু ভোটাররা গণ মাধ্যম কর্মীদের (নাম না প্রকাশের শর্তে) বলেন, আমাদের এলাকায় নৌকার প্রতিকের বিরুদ্ধে নয় কিন্তু প্রার্থীর বিরুদ্ধে এলাকার শীর্ষ নেতৃবৃন্দ সহ সাধারণ ভোটাররা শক্ত অবস্থান নিয়েছেন। কৌশল অবলম্বন করে সরাসরি নৌকার প্রতিকের বিরুদ্ধে নয় কিন্তু অযোগ্য প্রার্থীর পরাজয় চায়। আর সেই সুযোগ কাজে লাগাতে শ্রীরামকাঠীর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বর্তমান প্রার্থী বাবু উত্তম মৈত্রর বিরুদ্ধে চারজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন মাঠে রয়েছে। বিচিত্র সেলুকাস বিচিত্র চিন্তা ভাবনা শ্রীরামকাঠীর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে। পিরোজপুর জেলার মধ্যে এত বেশি প্রার্থী নৌকার প্রতিকের বিরুদ্ধে। সত্যিই শ্রীরামকাঠীর ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে জেলার শীর্ষ নেতাদের মধ্যে চিন্তার ভাজ পড়েছে।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলতাফ বেপারী সহ পংকজ পাগল, মোঃ সিদ্দিকুর রহমান তুহিন ও শিক্ষানবিশ আইনজীবী মোঃ মামুন প্রমুখরা রয়েছে এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে। আর হ্যা আমরাও সুপ্রিম পাঠকদের জন্য বলছিলাম শ্রীরামকাঠীর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আলতাফ বেপারীকে নিয়ে। চলতি সময়ে একজন চমৎকার রাজনৈতিক নেতা বলা যায় নিঃসন্দেহে। পাশাপাশি একজন খাঁটি দেশ প্রেমিক ও সাহসী উচ্চারণ করা তুখোড় গণ মানুষের নেতা। তবে একজন চমৎকার দেশ প্রেমিক বললেও ভুল হবে না। দেশের জন্য জীবন বাজি রেখে মৃত্যুকে আলিঙ্গন করে দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে প্রমাণ করত অনেক কিছু। আজ সেই সাহসী পদক্ষেপ নেওয়া নেতা বর্তমান সময়ে শ্রীরামকাঠীর ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নিচ্ছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে। এ ব্যাপারে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সহ সাধারণ ভোটাররা গণমাধ্যম কর্মীদের বলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আলতাফ বেপারী সর্বদিক দিয়ে সেরা বলা যায়। দেশের জন্য জীবনের ঝুঁকি নেয়নি বরং শ্রীরামকাঠীর ইউনিয়ন বাসীর জন্য স্মৃতি সৌদ নির্মাণ করেন তার নেতৃত্বে। শুধু স্বাধীনতা স্তম্ভ নির্মাণ করেই থেমে থাকেননি। বরং ১৯৬৮ সালে প্রথম আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ছিলেন। তিল তিল করে আজ স্থানীয় ও জেলার শীর্ষ নেতাদের সুনজরে থাকায় বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তবে ভিন্ন কথা বলেন ইউনিয়ন পরিষদের বহু প্রবীণ ভোটাররা। তারা অকপটে বলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আলতাফ বেপারী ১৯৯৬ সালে পুলিশ পদকে ভূষিত হন। আর সেই আলোকে বর্তমান চেয়ারম্যান প্রার্থী হিসেবে একজন যোগ্য দাবীদার। এ ব্যাপারে কথা হয় বর্তমান চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আলতাফ বেপারীর সাথে। তিনি গণ মাধ্যম কর্মীদের বলেন, আমি দেশের জন্য জীবন বাজি রেখে মৃত্যু জেনেও যুদ্ধ করেছি। আজ যুদ্ধ করেছি সাধারণ মানুষের জন্য। আমি মানবতার সেবা করে নিজেকে উজাড় করে দিতে চাই। মানবতার ফেরিওয়ালা হিসেবে নিজেকে মেলে ধরতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আমার যোগ্যতার মাপকাঠি দিয়ে এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে মহান আল্লাহর নাম নিয়ে জয়ী হবো। সাধারণ ভোটাররা পরিবর্তন চায়। যোগ্য প্রার্থীকে জিতিয়ে নিবে ভোটারদের ভোট দেওয়ার মধ্য দিয়ে। মিডিয়ার আর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমি নৌকার প্রতিকের বিরুদ্ধে নয় বরং প্রার্থীর বিরুদ্ধে আমি সহ চারজন অংশ নিচ্ছে চেয়ারম্যান প্রার্থীতা নিয়ে। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আমি জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে নির্বাচন করে যাচ্ছি। আমি আমার ইউনিয়নকে একটা রোল মডেল হিসেবে গড়ে তুলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com