টাঙ্গাইলের মধুপুরে রবি ২০২১-২২ মৌসুমে গম, ভুট্রা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেয়াজ, মুসুরী ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষিকর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খান,উপজেলা কৃষিসম্রসারণ ককর্মকর্তা শাকুরা না¤œী ও শাহরিয়া আক্তার, উপসহকারী কৃষিকর্মকর্তাগন ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন। উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম জানান, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৪১৪০ জন কৃষকের মাঝে সার ও বীজ দেওয়া হয়েছে। তিনি আরও জানান সরিষার বীজ ১৬০০ জন, গমবীজ ১০০০ জন,ভূট্রা বীজ ১০০০ জন, সূর্যমুখী বীজ ২০০জন, খেসারীবীজ ২০০ জন, মুসারীবীজ ১০০ জন, পেয়াজ বীজ ৪০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। ফসল ভেদে , ১০ কেজি থেকে ২০ কেজি ডিএপি ও ১০ কেজি থেকে ২০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।