কুড়িগ্রামের উলিপুর উপজেলা সমাজসেবা অফিসারের হস্তক্ষেপে বয়স্ক ভাতার কার্ড পেলেন বিধবা গোলাপী বেওয়া। উপজেলা সমাজসেবা অফিসারের নিজ কার্যালয়ে বুধবার (১০ নভেম্বর) সকালে বিধবা গোলাপীর হাতে বয়স্ক ভাতার কার্ডটি তুলে দেন উলিপুর উপজেলা সমাজসেবা অফিসার মো: মশিউর রহমান। খোজ নিয়ে জানা যায়, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ী গ্রামের মৃত আব্দুল গণির (প্রতিবন্ধি) সহধর্মিনী গোলাপী বেওয়া। চার ছেলে ও চার মেয়ে নিয়ে ছিলো তাদের পরিবার। গত ২০১০ইং সালে মৃত্যু হয় প্রতিবন্ধি আব্দুল গনির। স্বামী মারা যাওয়ার পর দুই ছেলে বিভিন্ন জায়গা চলে যায়। ছেলে-মেয়েদের অভাবের সংসারে জায়গা হয়নি গোলাপী বেওয়ার। অভাব অনটনে দিনযাপন করে আসছে গোলাপী বেওয়া। এবিষয়ে গোলাপী বেওয়া বলেন, আমার স্বামীর মৃত্যুর পর আমি অনেকেরে কাছে গিয়েও পাইনি কোন কার্ড। সবাই করে দেবেন বলে আশার বাণী শুনিয়েছেন। কিন্তু কোন ফল হয়নি। এবিষয়ে কথা হয় উপজেলা সমাজসেবা অফিসার মশিরউর রহমানের সাথে তিনি বলেন, গোলাপী বেওয়ার বিষয়টি জানার পর খোজ খবর নিয়ে বয়ষ্ক ভাতার কার্ডটি তার হাতে তুলে দেয়া হয়। একই সময়ে বয়স্কভাতার র্কাড হাতে তুলে দেন একই এলাকার হাজেরা বেওয়া ও ধরনীবাড়ীর তছলিম উদ্দিনকে।