সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
আত্মচরিতের আয়নায় নিজেকে দেখুন আইএফআইসি ব্যাংকের সকল কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চেয়ারম্যান জনাব মোঃ মেহমুদ হোসেন আবু রেজা মোঃ ইয়াহিয়া’র এফএসআইবি’র এএমডি হিসেবে যোগদান গণমাধ্যম সংস্কার কমিশন হতে পারে আগামী সপ্তাহে: তথ্য উপদেষ্টা পাবনায় স্কুলের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা অবকাঠামো ভেঙ্গে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা নড়াইল জেলা আইন শৃংখলা কমিটির সভা কেশবপুরে দলিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ মোংলা উপজেলার সিপিপির পক্ষ থেকে নবাগত ইউএনওকে সংবর্ধনা প্রদান কমলগঞ্জের মুন্সিবাজারে ১৫০টি পরিবারে ঢেউটিন বিতরণ শ্রীমঙ্গলে শিশু অধিকার পরিস্থিতি ও সেবার সুযোগ-সুবিধা বিষয়ক সংলাপ

বয়স্ক ভাতার কার্ড পেলেন গোলাপী বেওয়া

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১

কুড়িগ্রামের উলিপুর উপজেলা সমাজসেবা অফিসারের হস্তক্ষেপে বয়স্ক ভাতার কার্ড পেলেন বিধবা গোলাপী বেওয়া। উপজেলা সমাজসেবা অফিসারের নিজ কার্যালয়ে বুধবার (১০ নভেম্বর) সকালে বিধবা গোলাপীর হাতে বয়স্ক ভাতার কার্ডটি তুলে দেন উলিপুর উপজেলা সমাজসেবা অফিসার মো: মশিউর রহমান। খোজ নিয়ে জানা যায়, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ী গ্রামের মৃত আব্দুল গণির (প্রতিবন্ধি) সহধর্মিনী গোলাপী বেওয়া। চার ছেলে ও চার মেয়ে নিয়ে ছিলো তাদের পরিবার। গত ২০১০ইং সালে মৃত্যু হয় প্রতিবন্ধি আব্দুল গনির। স্বামী মারা যাওয়ার পর দুই ছেলে বিভিন্ন জায়গা চলে যায়। ছেলে-মেয়েদের অভাবের সংসারে জায়গা হয়নি গোলাপী বেওয়ার। অভাব অনটনে দিনযাপন করে আসছে গোলাপী বেওয়া। এবিষয়ে গোলাপী বেওয়া বলেন, আমার স্বামীর মৃত্যুর পর আমি অনেকেরে কাছে গিয়েও পাইনি কোন কার্ড। সবাই করে দেবেন বলে আশার বাণী শুনিয়েছেন। কিন্তু কোন ফল হয়নি। এবিষয়ে কথা হয় উপজেলা সমাজসেবা অফিসার মশিরউর রহমানের সাথে তিনি বলেন, গোলাপী বেওয়ার বিষয়টি জানার পর খোজ খবর নিয়ে বয়ষ্ক ভাতার কার্ডটি তার হাতে তুলে দেয়া হয়। একই সময়ে বয়স্কভাতার র্কাড হাতে তুলে দেন একই এলাকার হাজেরা বেওয়া ও ধরনীবাড়ীর তছলিম উদ্দিনকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com