শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
সদর থানা দক্ষিণ কেওয়ার রাস্তা ভেঙ্গে পড়ায় এলজিইডি তাৎক্ষণিক ব্যবস্থা চকরিয়ায় মানববন্ধনেও থামছেনা বালু লুট পাটগ্রামে যুগের আলো পত্রিকার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মতবিনিময় সভা নগরকান্দায় বিশ্ব শিক্ষক দিবস পালিত বিভিন্ন ক্যটাগরীতে গুণী শিক্ষক মনোনীত সংসারের পাশাপাশি দিনাজপুর জেলা বিএনপির রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করছেন হাসি আকতার হিরা ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বড়লেখায় শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে সিরাতুন্নবী সা. মাহফিল বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের পূজা মন্ডপে সন্ত্রাসী হামলার আশংকা করছেন জয়নুল আবেদীন ফারুক কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপি’র দোয়া ও আলোচনা সভা

ইউপি নির্বাচনে সবসময়ই ঝগড়াঝাটি হয়েই থাকে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সবসময়ই ঝগড়াঝাটি হয়েই থাকে।’ তিনি বলেন, ‘পুলিশ পুলিশের কাজটি করছে। আমাদের বিশাল এলাকা নিয়ে নির্বাচন হচ্ছে। ইউপি নির্বাচন সবসময়ই আপনারা দেখে আসছেন, গোষ্ঠী-গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন। এটাতে সবসময়ই একটা ঝগড়াঝাটি হয়েই থাকে।’ গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এই সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন (ইউনিয়ন পরিষদের নির্বাচন) করার জন্য নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট বলে গিয়েছেন, সুষ্ঠু ইলেকশনের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের নিরাপত্তা বাহিনীকে যাতে ব্যবস্থা নিতে বলা হয়, সেটাই করা হয়েছে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য তারা কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আমাদের যেটা হয়েছে, বেশ কয়েকটি জায়গায় হতাহতের ঘটনা আমরা দেখছি। পুলিশ যথাযথভাবেই তাদেরকে আইডেন্টিফাই করেছে এবং যারা দোষী ব্যক্তি, তাদেরকে এরেস্ট করে ফেলেছে।’ ‘যারা এ চক্রান্তের সাথে জড়িত তাদেরকেও চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com