ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদক নির্মূলের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে এক আসামিকে আটক করে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। সে উপজেলার দাড়িয়াপুর গ্রামের মজিদ আলীর ছেলে শাখাওয়াত হোসেন রিমন(২৪)। সোমবার ১৫ নভেম্বর ভোরে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মনিরুল ইসলাম এর দিক নির্দেশনায়, এএস আই বিল্লাল হোসেন ও এএস আই মাহবুব সরোয়ার সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে দাড়িয়াপুর গ্রামে অভিযান পরিচালনা করে বাবুল মিয়া পিতা-মৃত সুলতান উদ্দিন জিল্লুর বাড়ির বসত ঘরে থাকা লুকিয়ে রাখা ড্রামের ভেতর থেকে ৩৫০ বোতল ফেন্সিডিল আনুমানিক বাজার মূল্য ৫,০০.০০০/- (পাঁচ লাখ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ঘটনা স্থলে উপস্থিত থাকা আসামি রিমকে গ্রেফতার করা হয়। তবে মূল আসামি বাবুল পলাইয়া যায়। আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মনিরুল ইসলাম বলেন, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ তে মামলা করা হয়।