সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

ডোমারে শীতকালীন সব্জির বাজারে আগুন ভোগান্তিতে নি¤œ আয়ের মানুষ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

নীলফামারীর ডোমারে শীতকালীন সব্জির বাজারে চড়া দাম হওয়ায় ভোগান্তিতে পরেছে মধ্যবৃত্ত ও নি¤œ আয়ের মানুষ উপজেলার পৌর কাঁচা বাজারে গড়ে প্রতিদিন কয়েকশ মণ শীতকালীন সব্জি বেচাকেনা হয়। পাশ্ববর্তী উপজেলা ডিমলা, জলঢাকা ও পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার সবজি চাষিরা ডোমার পৌর কাঁচা বাজারে আসে শীতকালীন সব্জি বেচাকেনা করতে। প্রতিদিন ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত চলে কাঁচা বাজারের আড়ৎদারি। কৃষকরা যেমন চড়া দামে সব্জি বিক্রিকরে হাসতে হাসতে বাড়ী ফিরছে যায়। অপর দিকে সবজির দাম উর্দ্ধগতি হওয়ায় নি¤œ আয়ের মানুষেরা কাঁচা বাজার করতে এসে খালি ব্যাগ নিয়ে বাড়ী ফিরে যাচ্ছে। আশ্বিন ও কার্তিক এই দুই মাস এ এলাকায় কোন কাজকর্ম না থাকায় শ্রমজীবী মানুষেরা বেকার হয়ে পরেছে। এরমধ্যে চাল, ডাল, তেলসহ কাঁচা বাজারের দাম উর্দ্ধমুখী হওয়ায় দিশেহারা হয়ে পরেছে মধ্যবিত্ত ও নি¤œ আয়ের মানুষেরা। এবিষয়ে সবজি বিক্রেতা ডিমলা উপজেলার নওশের আলী জানান, গত মাসে ৪দিনের টানা বৃষ্টিতে কয়েক শত একর জমির সব্জির আবাদ নষ্ঠ হয়ে গেছে। ক্ষতি পোষাতে আমরা চড়াদামে সব্জি বিক্রি করছি। আমরা সামান্য একটু দাম ধরলেই দোকানদাররা বেশি দাম ধরে ক্রেতাদের হয়রানি করছে। পাশ্ববর্তী পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার সোনাহার বগুড়া টারী গ্রামের ফুলকপি চাষি মিজানুর রহমান জানান, আমি এক একর জমিতে ফুলকপি লাগিয়েছি,ফুলকপির খরচসহ প্রতি প্রতিপিচে ২০টাকা লাভ হবে। বর্তমানে বাজারে ছিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ১শত টাকা, বেগুন ৫০টাকা, বাধাকপি ৫০ টাকা, ফুলকপি ৫০ টাকা,পটল ৪০টাকা, লালশাক ৪০টাকা, পুইশাক ৪০টাকা, পালংশাক ৫০টাকা, ধুনিয়া শাক ৮০ টাকা, নাপা শাক ৫০টাকা, বটবটি ৬০টাকা, করলা ৪০টাকা,মূলা ৩০টাকা,পেঁপে ২০টাকা, লাউ প্রতি পিচ ৫০ টাকা, টমেটো ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পৌরসভার ৪নং ওয়ার্ডের সবজি কিনতে আসা সফিরউদ্দিন জানান, আমি সারাদিন কাজ করে ৩শত টাকা হাজিরা পাই, সরকারের দেয়া খোলা বাজারে ওএমএস এর চাউল ৩০ টাকা কেজি দরে ২ কেজি চাউল কিনেছি ৬০ টাকা, ২৪০ টাকা নিয়ে বাজারে সব্জি কিনতে এসে সব্জি না কিনে শুধু আলু কিনে বাড়ী ফিরে যাচ্ছি। পৌর কাঁচা বাজারের সভাপতি এন্তাজুল হক জানান, নীলফামারী জেলার ডিমলা ও জলঢাকা উপজেলাসহ পাশ্ববর্তী পঞ্চগড় জেলার দেবিগঞ্জ,সাকোয়া ও বোদা উপজেলার বিভিন্ন পাইকাররা এই পৌর কাঁচা বাজারে এসে কাঁচামাল নিয়ে যায়। বর্তমানে চাহিদার তুলনায় শীতকালিন সব্জি বাজারে অর্ধেকেরও কম আসায় সব্জি ব্যবসায়ীরা চড়া দামে বিক্রি করছে। হয়তোবা আগামী সপ্তাহে বাজার সিথিল হতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com