ফেনীতে এক ডাক্তার, ১২ স্বাস্থ্যকর্মী ও ৩ পুলিশসহ নতুন করে আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে ফেনীতে মোট আক্রান্তের সংখ্যা ৬১। সুস্থ হয়েছেন ৮জন।
ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদরের ১২, দাগনভূঞার ৪, পরশুরামের ৪, ফুলগাজীর ২, ছাগলনাইয়ার ৪ ও সোনাগাজীর ৪জন, নোয়াখালীর সেনবাগ ১জন রয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়, সদর উপজেলার আক্রান্তদের মধ্যে ৬ জন জেলা স্বাস্থ্য বিভাগের, শহরের বনানী পাড়ার ১ জন, চাড়িপুরের ১ জন, ডাক্তার পাড়ার ১ জন, বিজয়সিংহের ১ জন, রামপুরের ২ জন রয়েছে। পরশুরামের ৪ জনের মধ্যে ৪ জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী। ফুলগাজীর ২ জনের মধ্যে ১ জন ডাক্তার ও সাধারণ মানুষ। দাগনভূঞার ৪ জনের মধ্যে ৩ জন পুলিশ ও ১ জন ইয়াকুব ইউনিয়নের বাসিন্দা। ছাগলনাইয়ার ৩ জনের মধ্যে ২ জন স্বাস্থ্যকর্মী ও ২ জন সাধারণ মানুষ। সোনাগাজীর ৪ জনের মধ্যে ১ জন নবাব পুর ইউনিয়নের ও ৩ জন মতিগঞ্জের একই পরিবারের।
এমআর/প্রিন্স