সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম ::

মীরসরাইয়ের ব্যস্ত সময় পার করছে শীতকালীন সবজি চাষিরা

কামরুল ইসলাম মীরসরাই (চট্টগ্রাম) :
  • আপডেট সময় সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

বাজারে সবজির দাম আগুন। শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মীরসরাই চাষিরা। অন্য ফসলের ক্ষতি পুষিয়ে নিতে বাজারে ভালো দামে বিক্রির আশায় বিষমুক্ত আগাম সবজি চাষে ঝুঁকছে উপজেলার এই সব চাষিরা। সবজির চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সবজি চাষিরা। অন্য বছরের তুলনায় এবার শীতকালীন সবজি চাষ বেশি হবে মীরসরাই উপজেলার ফসলি মাঠে। আর এসব সবজি বিক্রি হবে উপজেলার পাশাপাশি চট্টগ্রাম ও ফেনী কাঁচাবাজারসহ বিভিন্ন বাজারে। মীরসরাই উপজেলা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই বছরে ৯শত হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, সারা গ্রাম জুড়ে শুধুই সবজির আবাদ। খামার-খেতে ব্যস্ত কৃষাণ-কৃষাণীরা। এখানকার সবজি চাষিরা জানান, তারা বরাবরই শাক-সবজি চাষ করে আসছেন, এতে তারা সফলও। উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকায় ফসলি জমিতে গিয়ে কথা হয় চাষি শামসুল হক এর সঙ্গে। তিনি বলেন, প্রতি বছরই শীতের আগাম সবজি চাষ করি। এ বছর ৭ কাঠা জমিতে নানা জাতের সবজি চারা রোপণ করেছি। আশা করছি আবহাওয়া ভালো থাকায় বিষ ও কীটনাশকমুক্ত সবজি চাষে মাঠে নিয়মিত পরিচর্যা করছি। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চাষি আনোয়ার হকের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার জমিতে আগে লাল শাক ও মূলার আগাম চাষ করেছি। এখন উঠিয়ে আবারও সেই জমিতে শীতের সবজি চাষ শুরু করেছি। এখন ১০ কাঠা জমিতে ফুলকপি, পাতাকপি ও টোমেটো লাগিয়েছি। এবার আবহাওয়াটাও ভালো যাচ্ছে। কোনো দুর্যোগ না আসলে আশাকরি লাভবান হবো। মীরসরাই উপজেলা কৃষি উপ-সহকারী কাজী নুরুল আলম বলেন, আমাদের বিভাগের কর্মকর্তারা নিয়মিত মনিটরিংয়ে আধুনিক পদ্ধতির ব্যবহার বেড়েছে। আর এই আধুনিক পদ্ধতিতে চাষাবাদের ফলে উৎপাদন বাড়ায় কৃষকের মুনাফাও বেড়েছে আগের থেকে অনেক বেশি। এবার আশানুরূপ ফসল পাবে কৃষকেরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com