সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

বিশ্বকাপের অবিশ্বাস্য চারটি ক্যাচ, কোনটি সেরা!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপের আসরে শুধু ব্যাট-বলের উত্তেজক লড়াই দেখা গেছে এমনটা নয়। বরং অনবদ্য সব ফিল্ডিংও চোখে পড়েছে। হাস্যকর কিছু ক্যাচ মিসের ঘটনা চোখ এড়ায়নি, তবে অবিশ্বাস্য কিছু ক্যাচ ধরতেও দেখা গেছে ফিল্ডারদের। টি-২০ বিশ্বকাপের এমনই সেরা চারটি ক্যাচের দিকে তাকানো যাক। চার্লস আমিনি : বাংলাদেশ বনাম পাপুয়া নিউ গিনি ম্যাচে চার্লস আমিনি সাকিব আল হাসানের যে ক্যাচটি তালুবন্দি করেন, সেটা বিশ্বকাপের অন্যতম সেরা। বাংলাদেশ ইনিংসের ১৩.৪ ওভারে আসাদ ভালার বল লং-অনে তুলে মারেন সাকিব। বাউন্ডারি লাইন থেকে অনেকটা দৌড়ে এসে আমিনি সামনের দিকে শরীর ছুঁড়ে কার্যত বল মাটি ছোঁয়ার ঠিক আগের মুহূর্তে ছোঁ-মেরে তালুবন্দি করেন।
এডেন মার্করাম : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ফিল্ডিং করার সময় স্টিভ স্মিথের অবিশ্বাস্য একটি ক্যাচ ধরেন এডেন মার্করাম। অস্ট্রেলিয়া ইনিংসের ১৪.৫ ওভারে নরকিয়ার বল লেগ-সাইডে তুলে মারেন স্মিথ। লং-অন বাউন্ডারি থেকে ডানদিকে অনেকটা দৌড়ে গিয়ে শরীর ছুঁড়ে দিয়ে ক্যাচ ধরেন মার্করাম।
আকিল হোসেন : ইংল্যান্ডের বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কার্যত আত্মসমর্পণ করে হার মানে। তবে ম্যাচের সেরা মুহূর্ত নিঃসন্দেহে আকিল হোসেনের একটি ক্যাচ। ইনিংসের ৬.১ ওভারে আকিলের বল ড্রাইভ করার চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে বসেন লিয়াম লিভিংস্টোন। নিজের বলেই বাঁ-দিকে শূন্যে উড়ে এক হাতে দুরন্ত ক্যাচ ধরেন আকিল। তৃতীয় অম্পায়ারকে বারবার টেলিভিশন রিপ্লে দেখতে হয় আকিলের হাত মাটি ছোঁয়ার সময় বল কোনওভাবে মাঠ ছোঁয় কিনা। তবে আকিল অত্যন্ত দক্ষতার সাথে বল আগলে রাখায় লিভিংস্টোনকে সাজঘরে ফিরতে হয়।
ডেভন কনওয়ে : শারজায় পাকিস্তান বনাম নিউজল্যান্ড ম্যাচে মোহাম্মদ হাফিজের যে ক্যাচটি ধরেন ডেভন কনওয়ে, সেটিকে অবিশ্বাস্য বললেও কম বলা হবে। পাকিস্তান ইনিংসের ১০.৬ ওভারে মিচেল স্যান্টনারের বল স্টেপ-আউট করে অফসাইডে তুলে মারেন হাফিজ। এমনটা নয় যে, বাউন্ডারি লাইনে বলের গতিপথে ফিল্ডার উপস্থিত ছিলেন। বরং গ্যাপ দেখেই শট খেলেছিলেন হাফিজ। তবে কনওয়ে নিজের বাঁ-দিকে অনেকটা দৌড়ে গিয়ে শূন্য শরীর ছুঁড়ে দেন এবং বল তালুবন্দি করেন। সূত্র : হিন্দুস্তান টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com