সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরেই ছিটকে যেতে হয়েছিল বাবর আজমের পাকিস্তান দলকে। তবে ওই ম্যাচে পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ানের দাঁতে দাঁত চেপে লড়াই ক্রিকেটের ইতিহাসের পাতায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে। কী অবস্থার মধ্যে দাঁড়িয়ে রিজওয়ান সেদিন সেমিফাইনালে খেলেছিলেন কারো অজানা নয়। সেমিফাইনালের দু’দিন আগেই তাকে আইসিইউতে ভর্তি করতে হয়েছিল। এবার ওই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে রিজওয়ানের কথায় ধরা পড়ল এক শিহরণ জাগানো বিবরণ। পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান জানিয়ে দিলেন আর মাত্র ২০ মিনিট দেরি হলেই সেদিন ঘটে যেতে পারত দুর্ঘটনা। এক সাক্ষাৎকারে রিজওয়ান বলেন, ‘আমাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন শ্বাস-প্রশ্বাস বন্ধ ছিল আমার। চিকিৎসকরা আমাকে দেখার পরে বলেন, আমার শ্বাসনালী বন্ধ হয়ে গেছে। প্রথমে বলা হয়েছিল, পরের দিন সকালে আমাকে হাসপাতাল থেকে ছাড়া হবে । পরে জানানো হয় সকালে নয়, সন্ধ্যায় ছাড়া হবে। চিকিৎসকেরা সেই সময় আমাকে জানান, হাসপাতালে নিয়ে যেতে ২০ মিনিট দেরি হলে আমার শ্বাসনালী ও ফুসফুস কাজ করা বন্ধ করে দিতে পারত। আমার শ্বাসনালীর পাইপ দুটি ফেটে যাওয়ারও আশঙ্কা তৈরি হয়েছিল। এতে আমার মৃত্যু পর্যন্ত ঘটতে পারত।’ সূত্র : হিন্দুস্তান টাইমস