বগুড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ১২ পুলিশ সদস্যসহ আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় পুলিশের ২১ জন সদস্যসহ মোট আক্রান্ত হয়েছেন ৭৫ জন। ফলে বগুড়ায় করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান শনিবার রাত ১০টায় জানান, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। এর মধ্যে ১৪ জনের পজিটিভ এবং ১২ জনই পুলিশ। বাকি দুইজনের মধ্যে একজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নতুন যোগদানকৃত নার্স। তিনি ঢাকা থেকে গত ৭ মে ফিরেছেন। অপরজন বগুড়া সদরের গোকুল এলাকার ট্রাক চালক। গত ১৩ মে তিনি ঢাকা থেকে ফিরেছেন।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, শনিবার মোহাম্মদ আলী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহানারা বেগম সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ৪ মে মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হন। তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় শনিবার ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, শনিবার শনাক্ত ১২ জনসহ জেলা পুলিশের ২১ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়, গোয়েন্দা শাখা, আদালত ভবন ও পুলিশলাইন্সে কর্মরত।
এমআর/প্রিন্স