জামালপুরে দুর্যোগ সহনশীল পরিবেশ বন্ধব কৃষি উপকরণ পরিবেশক সম্মেলন/২১ অনুষ্ঠিতজামালপুর প্রতিনিধিজামালপুরে পরিবেশ বন্ধব ও দুর্যোগ সহনশীল কৃষি উপকরণ পরিবেশক সম্মেলন/২১ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩নভেম্বর (মঙ্গলবার) বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলাপমেন্ট প্রোগ্রাম(এনডিপি)’র সহযোগিতায় মেকিং মার্কেটস্? ওয়ার্কস ফর দি চরস(এমফোরসি) প্রকল্পের উদ্যোগে জেলা শহরে লুইস ভিলেজ মিলনায়তনে কৃষি উপকরণ পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্থানীয় সরকার পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় ও সুইজারল্যান্ডের সুইজ এজেন্সী ফর ডেভেলাপমেন্ট আন্ড কো অপারেশন যৌথ আর্থিক সহযোগিতায় প্রকল্পটি বাস্ত্মবায়ন করছে আর্ন্ত্মজাতিক উন্নয়ন সংস্থা সুইস কন্টাক্ট বাংলাদেশ ও পলস্নী উন্নয়ন একাডেমি বগুডা। চরাঞ্চলে দুর্যোগ সহনশীল ও পরিবেশবান্ধব মানসম্পন্ন কৃষি উপকরণের নিরবিচ্ছিন্ন ওটেকসই সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষে প্রকল্পটি বাস্ত্মবায়ন করে যাচ্ছে। অনুষ্ঠানে এমফোরসি প্রকল্পের ইন্টারভেনশন স্পেশালিষ্ট মো.শামসুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামালপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নিতাই চন্দ্র বণিক। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্ত্মারিত তোলে ধরে বক্তব্য রাখেন, এমফোরসি প্রকল্পের এরিয়া ম্যানেজার রবিউল হাসান, অটোক্রপ কেয়ার লিমিটেড এর বিক্রয় ব্যবস্থাপক রেজাউল ইসলাম, এসিআই ক্রপস্? এর ডেপুটি ম্যানেজার মাহবুবুল আলম, প্রেট্রোকেস এর সহকারী বিক্রয় ব্যাবস্থাপক আমিনুল ইসলাম, জিএমই এগ্রো সহ-ব্যাবস্থাপক অভিজিৎ কুমার রায়, নাফকো এর সুমন দেবনাথ, ডাঃ হাবিব,আল ইমরান, সোনামিয়া, চানমিয়া ও মানিক চন্দ্র প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলার সরিষাবাড়ি, মেলান্দহ,ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকসিগঞ্জ উপজেলা এবং কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী উপজেলার চরাঞ্চলে ৩২জন কৃষি উপকরণ সরবরাহকারি পরিবেশক, বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন ও বিপনন প্রতিষ্ঠানে ১৫জন কর্মকর্তাসহ তাদের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।