সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::

মেসি-রোনালদোর সাথে ফিফা বর্ষসেরার তালিকায় সালাহ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

মেসি, নেইমার, রোনালদো, সালাহ না অন্য কেউ হবেন এই মরশুমের ফিফার বিচারে বর্ষসেরা ফুটবলার? উত্তর জানতে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। প্রতি বছরের মতো এবারো বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা বর্ষসেরা পুরস্কারের জন্য ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে। সদ্য কোপা আমেরিকার শিরোপা জিতে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপা জয়ের খরা কাটানো লিওনেল মেসির প্রত্যাশামতো জায়গা হয়েছে এই মনোনয়নের তালিকায়। তার সাথে এই তালিকায় রয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তথা ক্লাব ফুটবলে মেসির সতীর্থ নেইমার জুনিয়র। জায়গা হয়েছে সদ্য ম্যাঞ্চেস্টারে পা রাখা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। এই তিন মহারথীর সাথে মনোনয়ন তালিকাতে জায়গা হয়েছে মিসরীয় তারকা ফুটবলার লিভারপুল ক্লাবের হয়ে খেলা মোহম্মদ সালাহর।
উল্লেখ্য, সোমবার ২০২১ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচন করার জন্য প্রাথমিকভাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ১১ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ফিফা। বর্ষসেরা হওয়ার দৌড়ে সেখানে মেসি-রোনালদো-নেইমার-সালাহসহ মোট ১১ জন ফুটবলারের নাম রয়েছে। তালিকায় রয়েছেন ইতালির হয়ে ইউরো ও চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী জর্জিনহো, বায়ার্নের রবার্ট লেওয়ানডোস্কি, পিএসজি তথা ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার করিম বেঞ্জেমারা। একনজরে দেখে নিন ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে থাকা ১১ জনের তালিকা ১) লিওনেল মেসি (আর্জেন্টিনা ও পিএসজি) ২) ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড) ৩) নেইমার (ব্রাজিল ও পিএসজি) ৪) জর্জিনহো (ইতালি ও চেলসি) ৫) এনগোলো কন্তে (ফ্রান্স ও চেলসি) ৬) কিলিয়ান এমবাপে (ফ্রান্স ও পিএসজি) ৭) মোহাম্মদ সালাহ (মিসর ও লিভারপুল)
৮) রবার্ট লেওয়ানডস্কি (পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখ) ৯) করিম বেঞ্জেমা (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ) ১০) কেভিন ডে ব্রুইনা (বেলজিয়াম ও ম্যাঞ্চেস্টার সিটি) ১১) আর্লিং হালান্ড (নরওয়ে ও বরুশিয়া ডর্টমুন্ড)
সূত্র : হিন্দুস্তান টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com