সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

পিরোজপুরে যুবলীগ নেতার হত্যাকারীদের বিচারের দাবিতে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ-সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ’র হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মঙ্গলবার বিকেলে শহরের বঙ্গবন্ধু চত্ত্বর থেকে বের হওয়া একটি বিক্ষোভ মিছিল জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদারের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার সহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় বক্তারা এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। উল্লেখ্য গত ৭ নভেম্বর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী বাসস্ট্যান্ডে নৌকা প্রতীক এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ফয়সাল মাহবুব শুভ গুলিবিদ্ধ হয়। এরপর গত ১৫ নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শুভ। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং পুলিশ প্রধান অভিযুক্ত সহ ১০ আসামীকে গ্রেফতার করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com