বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
সদরপুরে তিল চাষে কৃষকের আগ্রহ বাড়ছে ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এ সোহাগ মার্জিত স্বভাবের কারণে জনপ্রিয়তায় এগিয়ে টেংগারচর ইউনিয়ন পরিষদের সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম উদ্বোধন ফরিদপুরে স্থায়ী প্রশস্ত ব্রিজের দাবীতে মানববন্ধন রামগতিতে হরিনাম মহাযজ্ঞে সরকারি কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মিলনমেলা কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ত্রিমুখী অবস্থান প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক অন্তরঙ্গ ছবি তুলে ভাইরাল করানোর ভয় দেখিয়ে টাকা নিতো মেঘলা শিশুদের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের ভূমিকা শীর্ষক সভা শ্রীমঙ্গলে আগাম জাতের আনারসের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে খুশি চাষিরা ধনবাড়ীতে ৬ ওষুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রাজপথ

শাহজাহান সাজু :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর রাজপথ। সড়কে নিরাপত্তার দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বুধবার দুর্ঘটনায় নিহত সহপাঠী নাঈম হাসানের ঘাতকদের বিচারের দাবিসহ ছয় দফা দাবিতে রাজপথে অবস্থান নেয় নটরডেমের শিক্ষার্থীরা। প্রথমে তারা বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড, ব্যানার নিয়ে মতিঝিলে অবস্থান নেয়। সেখান থেকে কয়েক হাজার শিক্ষার্থী মতিঝিল হয়ে গুলিস্তান নগরভন ঘেরাও করে। তারপর রাজধানীর প্রাণকেন্দ্র জিরো পয়েন্টে অবস্থান নেয় নটরডেমের শিক্ষার্থীরা। এসময় গুলিস্তান, মতিঝিল, পল্টন, ফকিরাপুল, নবাবপুর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ সময় সহপাঠীর মর্মান্তিক মৃত্যুর ঘটনার বিচার চেয়ে তারা স্লোগান দেয় ‘উই ওয়ান্ট জাস্টিজ’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’। এদিকে, এ ঘটনায় সহমর্মিতা জানিয়ে ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেট, মনিপুর এলাকাসহ বিভিন্নস্থানে একাধিক স্কুল কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয় দুপুরে। রাজধানীর ফার্মগেট এলাকায় মূল সড়কে অবস্থান নিয়ে হলিক্রস, আইডিয়াল কমার্স কলেজ, বিএএফ শাহীন কলেজ, সেন্ট জোসেফ কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, তেঁজগাও কমার্স কলেজের শত শত ছাত্র-ছাত্রী দুর্ঘটনায় শিক্ষার্থী নাঈম হাসানের নিহতের প্রতিবাদ জানিয়ে ঘাতকদের বিচার, সড়কে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায়। এ সময় তাদেরকে ২০১৮ সালের ছাত্র আন্দোলনের মতো রাস্তায় দাঁড়িয়ে থাকা মটর সাইকেল ও গাড়ির ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছে শিক্ষার্থীরা। ফার্মগেটে শিক্ষার্থীরা অবস্থান নেয়ায় পুরো এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। অফিসগামী লোকজন হেঁটে গন্তব্যে যাচ্ছে।
রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল থেকে রাজধানীর গুলিস্তান, সায়েন্স ল্যাবরেটরি, শান্তিনগর, উত্তরা ও ফার্মগেটসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছেন। এসময় ব্যস্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের দাবি, নিরাপদ সড়কের নিশ্চয়তা, গণপরিবহনে হাফ ভাড়া কার্য়কর এবং সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করা হোক। গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল থেকেই বিক্ষুব্ধ শিক্ষার্থীদের স্লোগানে মুখর হয়ে উঠে রাজধানীর রাজপথ। রাস্তা দখল করে তারা অবরোধ করায় রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচ- যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষকে গন্তব্যে পৌঁছাতে সীমাহীন ভোগান্তি পোহাতে হয়।
এসময় বিভিন্ন সড়কে যানবাহন আটকে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে কি না, তা দেখতে চান শিক্ষার্থীরা। এসময় গুলিস্তান এলাকায় একজন পুলিশ সদস্যের মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় কৈফিয়ত চান তারা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে ছুটে এলে ‘আইন সবার জন্য সমান’ উল্লেখ করে পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করার দাবি জানান।
সরেজমিনে দেখা গেছে, নটর ডেম কলেজের শিক্ষার্থীরা সকালে মতিঝিল এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গুলিস্তান যান। এসময় তারা জিরো পয়েন্টের কাছে সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। তারা গণপরিবহনে হাফ ভাড়া নেওয়ার সরকারি ঘোষণা ও প্রজ্ঞাপন জারির দাবি জানান। পাশাপাশি অদক্ষ চালকের গাড়ির নিচে চাপা পড়ে সহপাঠী নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। এদিকে, রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও মুন্সী আবদুর রউফ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা হাফ ভাড়া কার্যকর ও সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেন। তারা দুপুর ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত ওই সড়ক অবরোধ করে রাখেন। রাজধানীর শান্তিনগরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ-সমাবেশ করেন। একই সময়ে সিদ্ধেশ্বরী ও উত্তরায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেন। ফার্মগেটে একই দাবিতে হলিক্রস ও সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে সমাবেশ করেন।
জানা গেছে, কয়েকদিন ধরে গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। তার মধ্যেই হাফ ভাড়া দেওয়া নিয়ে কথাকাটাকাটির জেরে বদরুন্নেসা কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয় বাসের হেলপার। এসময় তাকে অপমান-অপদস্ত করে। এর প্রতিবাদে বকশিবাজার মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করে বদরুন্নেসার ছাত্রীরা। তারা জড়িতকে গ্রেফতারের দাবিতে আলটিমেটাম দেয়। পরে পুলিশ জড়িত বাসের হেলপারকে গ্রেফতার করে। অন্যদিকে, শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরে আদালতে রিট আবেদন করা হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) রিটের শুনানির দিন ধার্য রয়েছে। শিক্ষার্থীদের এ আন্দোলন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও চরম বিপাকে পড়েছেন। তারা অবরোধকারীদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারছেন না। তাদেরকে বুঝিয়ে-শুনিয়ে আন্দোলন স্থগিত করছেন। তবে হাফ ভাড়া সম্পর্কে সরকারিভাবে সুস্পষ্ট নির্দেশনা না আসায় সংকট বাড়তে পারে বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
মতিঝিলে নটরডেম শিক্ষার্থীদের অবস্থান: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নিহত নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈমের সহপাঠীরা মতিঝিলের শাপলা চত্বরের সামনে অবস্থান নিয়েছেন। মৃত্যুর ঘটনায় প্রকৃত আসামির গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান নেন তারা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা কলেজের সামনে জড়ো হন। এরপর সাড়ে ১১টা নাগাদ তারা শাপলা চত্বরের সড়কে অবস্থান নেন। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন। এবং ঘটনার প্রকৃত আসামির গ্রেফতার ও দ্রুত বিচার দাবি করেন। শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- মানুষসহ সড়কের সব প্রাণীর নিরাপত্তা দিতে হবে, ২০১৮ সালের নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে হবে, নাঈমের (গাড়ি চাপায় নিহত) পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে ওই ঘটনায় বিচারের দাবিতে গুলিস্তানের সড়কে অবস্থান নিচ্ছেন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com