সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা আক্তার খানম (শামীমা শাহরিয়ার) বলেছেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার এখন জনগনের কল্যাণে সকল কাজই করে যাচ্ছে। সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড সফলভাবে জনসাধারনের কাছে তুলে ধরছে গণ যোগাযোগ অধিদপ্তর। আগে ইউপি চেয়ারম্যানরা বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্দ্বী ভাতা ও খয়রাতি সাহায্য প্রদান করে নিজেদের নামে ডাকঢোল পিটাতো। এখন মানুষ বুঝে গেছে এগুলো ব্যক্তিগতভাবে কোন চেয়ারম্যান মেম্বাররা দিচ্ছেনা। বরং জনগনের সকল মৌলিক প্রয়োজন সরাসরি সরকারই জনগনের কাছে ইউনিয়ন পরিষদের মাধ্যমে হস্তান্তর করছে। তাই ঘুষ নিয়ে ভাতা দেওয়ার দিন চলে গেছে। এখন মানুষের হাতে হাতে মোবাইল ফোন। গুগল টিপে সরকারের সকল উন্নয়নমূলক কর্মসুচি ঘরে বসেই মানুষ জানতে পারছে। তাই শেখ হাসিনার সরকারের শাসনামলে কোন উন্নয়নমূলক কর্মকান্ডে জনগনকে ফাকি দেওয়া কোনক্রমেই চলবেনা। ২৩ নভেম্বর মঙ্গলবার রাতে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর বাজারে জেলা তথ্য অফিস আয়োজিত সড়ক প্রচারাভিযানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শামীমা শাহরিয়ার এসব কথা বলেন। উন্নত রাষ্ট্র জাতী গঠনের লক্ষে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, গুজব, মাদক, বাল্যবিবাহ, জঙ্গীবাদ, নাশকতা, ইভটিজিং, করোনা ভাইরাস পরিস্থিতি, দুর্যোগকালে সরকারের পদক্ষেপ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে উক্ত সড়ক প্রচারাভিযাণ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মো: আব্দুছ ছাত্তার (রু: দা:) এর সঞ্চালনায় এ উপলক্ষ্যে অনুষ্ঠিত ঐ প্রচারাভিযানে আরও বক্তব্য রাখেন সাবেক ট্রাফিক কর্মকর্তা বিপ্লব শাহরিয়ার,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক শিল্পী আল-হেলাল ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালমা আক্তার চৌধুরী। উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বাষির্কী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন, জনস্বাস্থ্য সুরক্ষা ও উন্নয়ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং সম্পর্কে প্রাম অঞ্চলের জনগনকে অবহিত ও সচেতন করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা তথ্য অফিস বিভিন্ন উপজেলার গ্রাম অঞ্চলে সড়ক প্রচার, উঠান বৈঠক ও উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান বাস্তবায়ন করে যাচ্ছে। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো: আব্দুছ ছাত্তার (রু: দা:) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সড়ক প্রচার অভিযান কর্মসুচি ও প্রামাণ্য চিত্র প্রদর্শনীটি শত শত নারী পুরুষ সক্রিয়ভাবে অংশগ্রহন করত: উপভোগ করেন। সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা আক্তার খানম (শামীমা শাহরিয়ার) জেলা তথ্য অফিসের সকল প্রচারণা কর্মসুচির সফলতা কামনা করে দীর্ঘ এক ঘন্টা বক্তব্য রাখেন।