সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

সালথায় সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ

বেলায়েত হোসেন লিটন সালথা :
  • আপডেট সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

ফদপু?রের সালথায় সরকাজায়গা দখল ক?রে দোকানঘর নির্মানের অ?যোগ পাওয়া গে?ছে। উপ?জেলা সদর বাজারের দরজা পুরুরা ?মৌজার সালথা সরকারি হাইস্কুল সড়কের পাশ দিয়ে অবৈধ দখল করে দোকান ঘর নির্মান কগনপরিবহন ও পথচারীদের চলাচল ব্যহত হচ্ছে। এলাকাবাসি জানান, শিল্প নগরী কানাইপুরসহ উপজেলার তিনটি ইউনিয়নের মানুষের সালথা উপজেলা প্রবেশের সড়কটি সরু হওয়ায় এই সড়ক দিয়ে বিকল্প চলাচল করে থাকে। এই সড়কের ২০ ফুটেরও বেশী প্রস্থের হালট ছিল। উক্ত হালটের জায়গায় কয়েকটি দোকান ঘর নির্মান করায় এখন সড়কটি ৩/৪ ফুটের প্রস্থের হয়েছে। স্থানীয়রা আরো জানান, পূর্বে উক্ত জায়গায় পাঁকা ঘর নির্মাণ করতে গেলে তৎকালীন ইউএনও মোহাম্মদ হাসিব সরকার উক্ত দোকান নির্মান বন্ধ করে দেয়। দীর্ঘ প্রায় এক বছর বন্ধ থাকার পর জাফর মুন্সী পুনরায় নিজের ইচ্ছা মতো সেই দোকান ঘর নির্মান করে ব্যবসা শুরু করেন। দোকানগুলো উচ্ছেদ করে সড়কটি প্রসস্ত করতে অনুরোধ জানান এলাকাবাসি। জাফর মুন্সী বলেন, এটা আমার ক্রয়কৃত সম্পত্তি। এখানে কিছু সরকারি ও কিছু মালিকানা সম্পত্তি রয়েছে। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতার বলেন, এই বিষয়ে আমি অবগত নই। ম্যাপ দেখে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে  উক্ত বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com