মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। সোমবার কমলগঞ্জ পৌরসভা, মুন্সীবাজার, পতনঊষার ও ইসলামপুর ইউনিয়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। দুপুরে কমলগঞ্জ পৌরসভায় কর্মসুচীর শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এ সময় কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, পৌর মেয়র মো. জুয়েল আহমদ, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, রহিমপুর ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান মো: ইফতেখার আহমদ বদরুল, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নানসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫ হাজার পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হবে।