ঢাকা রিপোর্টার্স ইউনিটির দাবি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। গত ২৯ নভেম্বর সোমবার সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এ দাবি জানান সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী। তিনি বলেন, আজকের এই সভা থেকে আমরা সংগঠনের সিনিয়র সদস্য ও সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানাই। একই সঙ্গে সংগঠনের সদস্য রোজিনা ইসলামসহ অন্য যেসব গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরও মামলা প্রত্যাহারের দাবি জানাই। গত ২৯ নভেম্বর সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ প্রাঙ্গণে সংগঠনের ২৬তম বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সংগঠনের সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, বিশ্বজুড়ে গণমাধ্যমের সুবাদে যখন যা ঘটছে, আমরা তা জানতে পারছি। এতে গণমাধ্যমকর্মীদের চ্যালেঞ্জ বেড়ে গেছে। নির্ধারিত সময়ে সঠিক তথ্য দেওয়াটা এখন একটি বড় চ্যালেঞ্জ।
উ™ে¦াধনী অনুষ্ঠানে শোক প্রস্তাব তুলে ধরেন ডিআরইউর দপ্তর সম্পাদক মো: জাফর ইকবাল। এছাড়া আর্থিক প্রতিবেদন তুলে ধরেন অর্থ সম্পাদক শাহ আলম নূর। সাধারণ সম্পাদকের রিপোর্ট পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান খান। উদ্বোধনী অনুষ্ঠান ও কর্ম অধিবেশনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শাহজাহান সরদার, শফিকুল কবীর সাবু, সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াছ হোসেন, রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন, রাজু আহমেদ, সৈয়দ শুকুর আলী শুভ, কবির আহমেদ, রিয়াজ চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলমসহ সিনিয়র সদস্যরা। অনুষ্ঠানে সংগঠনের সহসভাপতি ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, তথ্য প্রযুক্তি সম্পাদক হালিম মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, রহমান আজিজ, রুমানা জামান, মো: মাহবুবুর রহমান, রফিক রাফি, নার্গিস জুঁই ও জাহাঙ্গীর কিরণ উপস্থিত ছিলেন।