শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

২৩ সালে নির্বাচিত হলে চরফ্যাসন জেলার মর্যাদা পাবে

অশোক সাহা চরফ্যাসন :
  • আপডেট সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

চরফ্যাশনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

গত কাল চরফ্যাসন নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, চরফ্যাশনের সব সেক্টরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে এখন শুধু উপজেলা উঠে জেলা হওয়ার অপেক্ষা রয়েছে। প্রধানমন্ত্রীর কাছে গিয়ে এই সকল উন্নয়নের কথা উপস্থাপন করব, যাতে করে ২০২৩সালে নির্বাচনে জ্যাকব বিজয় হওয়ার পরেই চরফ্যাশন উপজেলাকে জেলার পদ মর্যাদা দেয়। গতকাল মঙ্গলবার নৌপরিবহণ মন্ত্রণালয় কর্তৃক সদ্য অনুমোদিত বেতুয়া নৌবন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে চরফ্যাসন ব্রজ গোপাল টাউন হলে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদের অয়োজনে দুপুর সাড়ে ১২টায় সুধি সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন যদি দেখতে চান উন্নয়ন ঘুরে আসুন চরফ্যাশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গ্রাম হবে শহর। আজ চরফ্যাশন শহর হয়ে তা বাস্তবে রুপ নিয়েছে। বিএনপি প্রসঙ্গে বলেন, বিএনপি উন্নয়ন করতে যানে না। হত্যাযজ্ঞসহ নানা অপরাধে ধ্বংস করতে যানে। বিশেষ অতিথির বক্তৃতা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন,আমার পিতাকে এই আসনের মানুষ বার বার ভোট দিয়ে এমপি বানিয়েছেন আমার রক্ত চরফ্যাসন ও মনপুরার মাটি ও মানুষের সাথে মিশে গেছে। বিএনপি ক্ষমতা থাকায় এমপি থেকে স্বপ্ন অনুযায়ী এ অঞ্চলের উন্নয়ন করতে পারেনি। আমি এমপি হয়ে এই অঞ্চলের মানুষ ১০০বছরেও যে উন্নয়নের কথা চিন্তা করেনি আমি তা মাত্র ১২বছরের উন্নয়ন করে দেখিয়ে দিয়েছি। বিএনপি প্রধানমন্ত্রী খালেদা জিয়া চরফ্যাশনে এসে ওয়াদা দেয়া লঞ্চলাইন চালু এবং চরফ্যাশন কলেজকে সরকারি করতে পারেনি। আমি এমপি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে লঞ্চ লাইন চালু করে সেই কলেজ সরকারি করণ করেছি। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহণ মন্ত্রণালয়ের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী, পুলিশ সুপার সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com