রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ধনবাড়ীতে শুরু তারুণ্যের উৎসব

কেউ নজরদারি করলে সতর্ক করবে ক্রোমবুক

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

অফিসে কিংবা বাড়িতে পিসিতে হয়তো কাজ করছেন। এমন সময় দেখলেন পেছন থেকে আপনার পিসিতে কেউ উঁকি দিয়ে আছে। এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় মাঝে মাঝেই। এখন আর চিন্তা নেই। কাজের সময় পেছন থেকে কেউ স্ক্রিনে নজর রাখলে ব্যবহারকারীকে সতর্ক করে দেবে ক্রোমবুক।
এজন্য কিছুদিন অপেক্ষা করতে হবে ব্যবহারকারীকে। অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল গুগল ‘হিউম্যান প্রেসেন্স সেন্সর’ আনছে প্রতিষ্ঠানটি। স্ক্রিনের সামনে কতোজন মানুষ দাঁড়িয়ে আছেন সেটা চিহ্নিত করতে পারবে ওই সেন্সর, অনাকাঙিক্ষত কেউ নজর রাখলে ব্যবহারকারীকে সে বিষয়ে জানান দেবে সঙ্গে সঙ্গে।
ফিচারটির সম্ভাব্য কার্যপ্রণালী ব্যাখ্যা করে ৯টু৫ গুগল জানিয়েছে, অফিসে কাজ করার সময় কেউ যদি পেছন থেকে ব্যবহারকারীর স্ক্রিনের দিকে নজর রাখে তবে স্ক্রিনের এক কোণে চোখের আইকন দেখিয়ে ব্যবহারকারীকে সতর্ক করে দেবে ক্রোম ওএস। এ ছাড়াও ডিভাইসে কারও সঙ্গে চলতি আলাপচারিতা লুকিয়ে রাখতে চাইলে ক্রোম ওএস সাময়িকভাবে নোটিফিকেশন ফিচার বন্ধ করে রাখতে পারবেন।
ক্রোমবুকে ডেডিকেটেড হার্ডওয়্যার হিসেবে থাকবে সেন্সরটি। ক্রোমবুকের ক্যামেরায় কোনো মানুষকে দেখা যাচ্ছে কি না, সেটি চিহ্নিত করতে পারবে এটি। ক্রোমবুকের জন্য ফিচারটিকে বলা হচ্ছে ‘স্নুপিং প্রটেকশন’। ক্রোমবুকের ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে কতোজন স্ক্রিনের সামনে আছে সেটি নির্ধারণ করতে পারবে ফিচারটি। তবে ক্রোমবুকের বাইরে যাবে না ওই ফুটেজ। প্রযুক্তিটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে। তাই এন্টারপ্রাইজ হার্ডওয়্যারেও ২০২২ সালের আগে ফিচারটির আসার সম্ভাবনা কম। সূত্র: ৯টু৫গুগল




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com