মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

মৌলভীবাজারে ছাত্রদলের পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

মৌলভীবাজারে জেলা ছাত্রদলের পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৪ ডিসেম্বর শনিবার দুপুরে। জেলা ছাত্রদলের একাংশ শহরের প্রেসক্লাবের সম্মুখস্থ রাজপথে ও অপর অংশ চৌমোহনা চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ করেছে। প্রেসক্লাব মোড়ে জেলা ছাত্রদলের একাংশের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদ রহমান, সহ-সাধারন সম্পাদক হোসাইন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু, যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাবেদ আলী নাঈম, যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান মিলন, ছাত্র-বিষয়ক সম্পাদক মোহাইমিনুর রহমান দিপু, জেলা ছাত্রদলের রিপন আহমেদ, আফজাল শরীফ শুভ, সদর উপজেলা ছাত্রদলের আজিজ চৌধুরী, জাফরান খান, পৌর ছাত্রদলের মাকনুনুর রহমান, শামীম আহমেদ সানি, শেখ মাহফুজ রহমান, সৈয়দ তপু আলী, ইমাদ হোসেন অর্নব, নেছার তালুকদার, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দিনার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফয়ছল আহমদ, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফুর, কুলাউড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম, শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ। চৌমোহনা চত্বরে জেলা ছাত্রদলের অপর অংশের সভাপতি রুবেল আহমদের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসহাক আহমদ রাহিনের পরিচালনা অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক এম এ নিশাত, সহ-সভাপতি মোঃ রিপন মিয়া, জাকির হোসেন অপু ও রাকিব আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আহমদ, জায়েদ আহমদ, আরাফাত ময়নূল খাঁন, তাজুদ চৌধুরী, ইমন আহমদ ও আল-আমীন, দপ্তর সম্পাদক রুমেল আহমদ মাসুম, সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাব্বী, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তুষার রহমান, সদস্য সচিব কামরুল ইসলাম, জেলা ছাত্রদলের ত্রাণ ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জুনেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক বসন্ত গোয়ালা ও দেলোয়ার হোসেন, সহ-সম্পাদক নাজমুল ইসলাম, সাব্বির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। উভয় সমাবেশে বক্তারা সরকারের তীব্র সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসা ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com