রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

ল্যাপটপের উপর পানি পড়লে দ্রুত যা করবেন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

ল্যাপটপে কাজ করার সময় আমরা ডেস্কে নানান ধরনের খাবার-দাবার নিয়ে বসি। কাজের ফাঁকে ফাঁকে একটু খাওয়া। অনেকের জন্য আবার খাওয়ার ফাঁকে ফাঁকে ল্যাপটপে কাজ করার অভ্যাস। এতে প্রায় সময়ই অসতর্কতাবশত খাবার পড়ে যায় ল্যাপটপের উপর। বিশেষ করে পানি পড়লে তো আর রক্ষা নাই। জলীয় কোনো জিনিস যদি ল্যাপটপের উপর পড়লে কাজের যন্ত্রটির দফারফা হতে পারে। তবে পানি বা চা-কফি কিছু পড়ার সঙ্গে সঙ্গে যদি কিছু কাজ করেন, তাহলে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারেন। >> পানি পড়ার সঙ্গে সঙ্গে ল্যাপটপ বন্ধ করে দিন। সমস্ত পাওয়ার সোর্স থেকে এটিকে ডিসকানেক্ট করুন। তাহলে পানির কারণে আপনার ল্যাপটের বড় কোনো ক্ষতি হবে না।
>> যদি ল্যাপটপে খুব বেশি পানি না পড়ে, তাহলে কিছুক্ষণ বাতাসে রেখে দিন। পানি শুকিয়ে গেলে ফের চালু করুন। >> তবে অনেক বেশি পানি যদি পড়ে, তাহলে কোনো ড্রায়ার দিয়ে পানি শুকিয়ে ফেলার ব্যবস্থা করুন।
>> যদি বাড়িতে ল্যাপটপ খুলতে পারেন। তাহলে ল্যাপটপের সব অংশ খুলে রাখুন। যাতে দ্রুত পানি শুকিয়ে যায়। নিজে না পারলে সঙ্গে সঙ্গে বাড়ির কাছের দোকানটিতে নিয়ে যান। তারা ল্যাপটপ খুলে শুকিয়ে দিতে পারবেন। এতে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাবে আপনার ল্যাপটপ এবং আপনিও।
>> ল্যাপটপের সামনে চিনি আছে এমন জিনিস নিয়ে সব সময় সতর্ক থাকবেন। চিনি যুক্ত কোনো তরল ল্যাপটপে পড়লে ল্যাপটপের ভেতরে সাদা পাউডারের মতো জিনিস তৈরি হয়। যার আস্তরণের কারণে ল্যাপটপে চার্জ হওয়া বন্ধ হয়ে যায়। >> ল্যাপটপে পানি পড়ার পর তা খারাপ হওয়াকে তরান্বিত করে ইলেকট্রিক সংযোগ। সেই কারণে সঙ্গে সঙ্গে তা বিদ্যুৎ বিচ্ছিন্ন করা জরুরি। সেই সঙ্গে যত দ্রুত আপনি কাছের কম্পিউটারের দোকানে এটিকে নিয়ে যাবেন, তত বেশি এটি ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
সূত্র: দ্য নিউওয়ার্ক টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com