ফরিদপুরের নগরকান্দায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে, জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে এক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ফরিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, ভাইস -চেয়ারম্যান শেখ চুন্নু, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান তালুকদার বাবুল, কাজী আবুল কালাম, আরিফ হোসেন, কামাল হোসেন মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। ৬ মাস থেকে ১ বছরের শিশুদের নীল ক্যাপ্সুল ৪০২৫ জনকে খাওয়ানো হবে। এছাড়া লাল ক্যাপ্সুল যাহা ১ বছর থেকে ৫ বছরের বাচ্চাদেরকে খাওয়ানো হবে ২৬৬৭৮ জনকে। ১১ থেকে এ কার্যক্রম চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।