দেশে নিরক্ষক দূর করার লক্ষে মুজিব শতবর্ষে দেশের ৬৪ জেলার ২১ লক্ষ নিরক্ষক জনগোষ্ঠিকে স্বাক্ষর করার অভিযানে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেরার তৃনমূল পর্যায়ে ১৫ তেকে ৪৫ বৎসর বয়সী নর-নারী কে স্বাক্ষরতা অভিযানের ৩ শত কেন্দ্রে দুই সিফটে শিক্ষন কেন্দ্রের এই প্রকল্পের আওতায়, গতকাল বুধবার উপজেলার রতনদী তালতলী ইউনিয়নে কাটাখালী বাজারে ইউপি অফিস কক্ষে উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার আশিষ কুমার এর সভাপতিত্বে এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান জন নেতা মু: শাহিন শাহ প্রধান অতিথি হিসাবে কর্মনূষ্ঠান শুভউদ্বোধন ঘোষনা করে। সভায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা অফিসার্স ইন চার্জ এ আর এম সওকত আনোয়র, রতনদী তালতলী ইউপি চেয়ারম্যান মো: মোস্তফা খাঁন ও প্রেস ক্লাব সভাপতি মু: খালিদ হোসেন মিলটন। উল্লেখ্য যে, বেসরকারী সংস্থা লালু পঞ্চায়েত ফাউন্ডেসন ও সার্বিক কার্যক্রম পটুয়াখালী জেলা উপআনুষ্ঠানিব, শিক্ষা বুরো। প্রতিটি কেন্দ্র ৩০ জন নিরক্ষর শিক্ষার্থী নারী-পুরুষ অংশ নেবে বলে জানা যায়। অনুষ্ঠানে উপজেলা কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন এবং সংস্থার কর্মকর্তারা সহ জন প্রতিনিদী গণমাধ্যম কর্মী ও স্থানীয় সুবিধা ভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ।