রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিএনপির নেতা কর্মীদের কাজ করতে হবে বনশ্রী আফতাব নগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বাবলু পন্ডিত, সম্পাদক জহুরুল ইসলাম ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত পরিচালনা পর্ষদের ১৫তম সভা মহানগরী জোন আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের কৃতিত্ব স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব

ডেভেলপমেন্ট মিরাকল হিসেবে বাংলাদেশ আজ বিশ্বে পরিচিত: স্পিকার

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আজকের বাংলাদেশ সমগ্র বিশ্বে এক উন্নয়নের বিস্ময়। ডেভেলপমেন্ট মিরাকল হিসেবে দেশ আজ বিশ্বে পরিচিত। আমরা আর দরিদ্র, বন্যাকবলিত দেশ হিসেবে পরিচিত নই। আমরা অনেক ক্ষেত্রেই বিশ্বের রোল মডেল।
গতকাল রবিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আমাদের অনেক সফলতা আছে। যেখানে বাঙালি আত্মপরিচয় ও স্বাধীনতার জন্য যে ইতিহাস রচনা করেছে তা বিশ্বে বিরল। বাহাত্তরের সংবিধান বিশ্বে বিরল। এই সংবিধানের বর্ণনা দিতে গিয়ে অনেক ব্যাখ্যায় অনেক বিচারক বলেছেনÍআমাদের সংবিধানটা অনেক ইউনিক। এটা অন্যকোনও রাষ্ট্রের সঙ্গে সমঝোতার দলিল না। এটা কারও কাছ থেকে পাওয়া দয়া-দক্ষিণা না। এটা আমাদের রক্তক্ষয়ী যুদ্ধের ফসল। আমাদের স্বাধীনতা আমরাই অর্জন করেছি, সেইটাই আমাদের বাহাত্তরের সংবিধান। তিনি আরও বলেন, বাংলাদেশের যে ৫০ বছরের পথ চলা সেখানে সবচেয়ে বড় যে আঘাত এসেছে তা হলো ’৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা। আমাদের গৌরবের ইতিহাসের ধারাকে উল্টো পথে পরিচালিত করার নীল নকশা ছিল এই হত্যাকাণ্ড। সেই জায়গা থেকে আবার ফিরিয়ে আনতে হয়েছিলো। আমাদের প্রধানমন্ত্রী নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আমাদের বর্তমান সফলতাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আমাদের এখান থেকে যতটুকু সফলতা, যতটুকু অর্জন আমরা করতে পেরেছি, সেখান থেকে আমাদের আরও সামনের দিকে আগামী ৫০ বছরের পথ রচনা করতে হবে। প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com