বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
উলিপুরে জাতীয় ফুল শাপলার আদলে ধানক্ষেত বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় ও সাহসী, সকলকে ধৈর্যের সাথে দেশের কল্যাণে কাজ করতে হবে-জেলা প্রশাসক পটুয়াখালী কমলগঞ্জে সীমানা পিলার উপরে ফেলে ভূমি জবরদখল করার অভিযোগে সংবাদ সম্মেলন কোম্পানীগঞ্জ উপজেলা হলো জামায়াতের সাত শহীদের জন্মভূমি-অধ্যক্ষ বেলায়েত হোসেন মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা পাবনায় র‌্যাবের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার ২ আসামী গ্রেফতার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবসে এম এ ফয়েজের বিদায় সংবর্ধনা বাগেরহাট প্রেস ক্লাবকে সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করতে হবে-বিশেষ সাধারণ সভায় বক্তারা নেত্রকোনায় বন্যায় জনজীবন বিপর্যস্ত পটুয়াখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোল টেবিল বৈঠক

রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে কমিটি গঠন করার অভিযোগ, সাধারণ সদস্যদের পদত্যাগ

হুমায়ুন কবির কালীগঞ্জ (ঝিনাইদহ) :
  • আপডেট সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

কালীগঞ্জ রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আতিয়ার রহমান ব্যাপক অনিয়মের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন করায় কমিটির সদস্যরা পদত্যাগ করেছেন। এ বিষয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারসহ জেলা প্রশাসক ঝিনাইদহ, শিক্ষা বোর্ড যশোর, জেলা শিক্ষা অফিসার ঝিনাইদহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কালীগঞ্জ, ঝিনাইদহ ও চেয়ারম্যান ১১নং রাখালগাছি ইউনিয়ন পরিষদ কালীগঞ্জ, ঝিনাইদহ এর দপ্তরে পদত্যাগপত্রের আবেদনের অনুলিপি পাঠিয়েছেন ম্যানেজিং কমিটির সদস্যরা। পদত্যাগকারী সদস্যরা আবেদনপত্রে উল্লেখ করেছেন, রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ও বিদ্যালয়ের নানা খাতের টাকা আত্মসাতের লোভে পূর্বের ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেনকে পুনরায় সভাপতি করেছেন। যা নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। পদত্যাগকারী সদস্যরা জানান, গত ৫ বছর পূর্বে উক্ত বিদ্যালয়ে জাল-জালিয়াতির মাধ্যমে ৫ জন শিক্ষক নিয়োগ দেন প্রধান শিক্ষক আতিয়ার রহমান। ঐ সময় তিনি মাত্র দুইটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এক প্রকার লুকোচুরির আশ্রয় নেন। যা নিয়ে সেসময় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল। ফলে তৎকালীন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা একটি তদন্ত কমিটি গঠন করে দেন। উক্ত কমিটি তদন্ত করে প্রধান শিক্ষক আতিয়ার রহমানের বিরুদ্ধে প্রায় ৮০ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্যের প্রমাণ পায়।এছাড়াও স্কুলের পুকুর লীজ,গাছ বিক্রি, ছাত্র-ছাত্রীদের বেতনের টাকা ক্যাশ খাতায় লিপিবদ্ধ না করে ভুয়া ভাউচার এর মাধ্যমে আত্মসাৎ করেন দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আতিয়ার রহমান। আর তার এই সকল কাজের সহযোগী হিসেবে সর্বদা সহযোগিতা করে আসছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেন। বিতর্কিত এই আমির হোসেনকে পুনরায় সভাপতি নির্বাচিত করে অর্থ লুটপাটসহ বিভিন্ন অনৈতিক সুবিধা হাসিলের জন্য প্রধান শিক্ষক এ অনিয়মকে নিয়মে পরিণত করতে চলেছেন।এলাকার সচেতন ব্যক্তিবর্গ ও পদত্যাগ করা ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যরা আমির হোসেনের সাথে স্কুল পরিচালনার দায়িত্ব পালন করবেন না মর্মে বিতর্কিত ঐ সভাপতির নিকট পদত্যাগপত্র দাখিল করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com