বাংলাদেশ কালচারাল একাডেমি-বিসিএ এর উদ্যোগে বিজয়ের ৫০ বর্ষপূর্তিতে কবিতা লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ তিনি বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এবার আমরা বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করছি। এই বিজয় এসেছে অনেক আন্দোলন,সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা জীবনের বিনিময়ে। আমাদের বীর সন্তানরা রণাঙ্গনে যুদ্ধ করছে। গোটা জাতি তাদের এই ত্যাগের সাথী। তারা বিভিন্ন ভাবে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে। সবার ত্যাগের ফসল এই মুক্ত-স্বাধীন বাংলাদেশ। আমাদের সবাইকে আত্মনিয়োগ করতে হবে এই দেশ গড়ার কাজে।
বাংলাদেশ কালচারাল একাডেমির চেয়ারম্যান শরীফ বায়জীদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জনাব আ জ ম ওবায়দুল্লাহ ও শিল্পী সাইফুল্লাহ মানছুর। স্বাগত বক্তব্য রাখেন কালচারাল একাডেমির সেক্রেটারি ইবরাহিম বাহারী, বক্তব্য রাখেন সাহিত্য সম্পাদক কবি শহীদ সিরাজী।
প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করেন কবি হিমাদ্রি হাবিব, দ্বিতীয় স্থান কবি আজিজ হাকিম, তৃতীয় কবি ইরশাদ জামিল, বিশেষ স্থান অর্জন করেন কবি শেখ বিপ্লব হোসেন ও কবি স্বরেআ কাদির। বিজয়ীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী হাসানাত আব্দুল কাদের, এস এম শামীমুল হক, শিশু শিল্পী নাবিহা নূর, জাহিন ইকবাল। আবৃত্তি উপস্থাপন করেন মোস্তাগীছুর রহমান, আহসান হাবিব খান। প্রেসবিজ্ঞপ্তি