বিরাট কোহলির ‘অ্যাটিটিউড’ ভালো লাগে সৌরভ গাঙ্গুলির। কিন্তু ভারতের টেস্ট অধিনায়ক বড্ড ঝগড়া করেন বলে মনে করেন ভারতীয় বোর্ডের প্রধান। ক্রিকট্র্যাকার নামক একটি ওয়েবসাইট জানিয়েছে, গুরুগ্রামে একটি অনুষ্ঠানে সৌরভকে প্রশ্ন করা হয়, কোন ক্রিকেটারের ‘অ্যাটিটিউড’ সব চেয়ে ভালো? উত্তরে সৌরভ বলেন, “কোহলির ‘অ্যাটিটিউড’ আমার ভাল লাগে, তবে ও বড্ড ঝগড়া করে।’’ ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে বোর্ড বনাম কোহলি বিতর্ক তুঙ্গে। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়া নিয়ে কোহলি বলেছিলেন, এ ব্যাপারে বোর্ড কোনো আপত্তি জানায়নি। কিন্তু সৌরভ জানিয়েছিলেন তিনি নিজে কোহলিকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়ার জন্য বলেছিলেন।
দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে সংবাদ সম্মেলন করেছিলেন কোহলি। এক দিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে তাকে সরানো নিয়ে কোহলি বলেছিলেন, ‘টেস্ট দল নির্বাচনের ৯০ মিনিট আগে আমাকে ফোন করেন নির্বাচকরা। পাঁচ নির্বাচক আমাকে জানান আমি আর এক দিনের দলের অধিনায়ক থাকছি না। উত্তরে আমি বলি, ঠিক আছে।’ অথচ সৌরভ জানিয়েছিলেন, এ ব্যাপারে কোহলির সঙ্গে তার কথা হয়েছিল। সূত্র : আনন্দবাজার পত্রিকা