সোমবার, ০১ জুলাই ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

সমাজ কল্যাণ সাংস্কৃতিক সংঘের উদ্যেগে চিত্রাঙ্গন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

স্বাধীনতার ৫০ বছার পূর্তিতে এবং মহান বিজয় দিবস উপলক্ষ্যে ২০ ডিসেম্বর সোমবার প্রতিবছরের মতো এবারও আনন্দ মূখর পরিবেশের মধ্যে বিরল উপজেলার পূর্ণভবা শান্তিপুর (ঝাড়– পট্টি)’র ক্ষুদে খেলোয়ারদের নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের মাঝে পুরষ্কর বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নাট্য কর্মী ও কবি, বিভাগীয় লেখক পরিষদ, দিনাজপুর জেলা কমিটরি সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম আহম্মেদ শান্তর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যাবসায়ী মোঃ স্বপন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল আওয়ামীলীগ ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ আখতারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও কবি আবুল হোসেন আকন্দ, ডাঃ মোঃ মনসুর আলম, মেম্বার প্রার্থী রেজাউল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ মোতাহার হোসেন, মোঃ আলাউদ্দীন হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ ভ্ট্টুু ইসলাম ও মোঃ রহিম উদ্দীন। প্রধান অতিথি মোঃ স্বপন ইসলাম তার বক্তব্যে বলেন, আজকের এই ক্ষুদে খেলোয়াররা একদিন দেশের জাতীয় দলে খেলবে তা কি কেউ বলতে পারে? শুধু তাদেরকে যতœ সহকারে প্রশিক্ষণ দিয়ে দক্ষ খেলোয়ার হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সমাজের বিত্তশালী মানুষদের এগিয়ে আসতে হবে। সভাপতির বক্তব্যে মোঃ ওয়াসিম আহম্মেদ শান্ত বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের বিকল্প নেই। মহান বিজয় দিবসের এই সমস্ত অনুষ্ঠান আমাদের প্রজন্ম সন্তানদের হৃদয়ে দেশপ্রেম সৃষ্টি করবে। পুরষ্কার বিতরণ শেষে স্থানীয় শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com