ফরিদপুরের নগরকান্দা ও সালথায় গত ১১ই ন?ভেম্বর ২য় ধা?পের ইউপদ নির্বাচ?নে নগরকান্দার ৯ জন ও সালথা উপ?জেলার ৭জন নর্বাচেয়ারম?্যা?দের শপথ গ্রহণ অনুষ্ঠত হ?য়ে?ছে। ফরিদপুজেলা প্রশাসক অতুল সরকার এই শপথ বাক?্য পাঠ করান। ফরিদপুজেলা প্রশাসনের আ?য়োজনে বুধবার বিকালে জেলা প্রশাসন সম্মেলন ক?ক্ষে এই শপথ বাক?্য পাঠ করা?নো হয়। এসময় আরও উপস্থত ছি?লেন, উপ-প() দীপক কুমার রায়, নগরকান্দা উপ?জেলা পরিষ?দের চেয়ারম?্যান মুজ্জামান সরদার, নগরকান্দা উপ?জেলা নির্বাহী কর্মকর্তা জপ্রেু, সালথা উপ?জেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতার প্রমূখ। এছাড়াও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থত ছি?লেন। নগরকান্দা উপজেলায় শপথ গ্রহণ ক?রেন, চরযশোরদী ইউনিয়নের কামরুজ্জামান সাহেব ফকির, পুরাপাড়া ইউনিয়নের আতাউর রহমান বাবু ফকির, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের খোন্দকার জাকির হোসেন নিলু, কাইচাইল ইউনিয়নের মোস্তফা খান, লস্করদিয়া ইউনিয়নের হাবিবুর রহমান বাবুল তালুকদার, তালমা ইউনিয়নের কামাল হোসেন মিয়া, রামনগর ইউনিয়নের কাইমুদ্দিন মন্ডল, ডাঙ্গী ইউনিয়নের কাজী আবুল কালাম এবং ফুলসুতি ইউনিয়নের আরিফ হোসেন। সালথা উপ?জেলায় শপথ গ্রহণ ক?রেন, রামকান্তপুর ইউনিয়নের ইশারত হোসেন, আটঘর ইউনিয়নের শহিদুল হাসান খান (সোহাগ), ভাওয়াল ইউনিয়নের ফারুকুজ্জামান ফকির মিয়া, গট্টি ইউনিয়নের হাবিবুর রহমান লাবলু, মাঝারদিয়া ইউনিয়নের আফসার উদ্দিন মাতুব্বর, সোনাপুর ইউনিয়নের খায়রুজ্জামান বাবু এবং যদুনন্দী ইউনিয়নের মোঃ রফিকুল ইসলাম। আইজটিলতার কারনে উচ্চ আদালতের নির্দেশে বল্লভদী ইউপ?দের নর্বাচেয়ারম?্যান খন্দকার সাইফুর রহমান (শা) এর শপথ গ্রহণ হয় নাই। ফদপু?রের জেলা প্রশাসক অতুল সরকার নর্বাচেয়ারম্যাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হ?য়ে সৎ ও নিষ্ঠার সা?থে আগামীতে দা¡ পালনের কথা ব?লেন এবং সবার সফলতা কামনা করেন।