সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন

সড়কের পাশের মাটি ইট ভাটায়, ঝুঁকিতে বিদ্যুতের খুটি

ওয়াসিম হোসেন ধামরাই (ঢাকা) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

ঢাকার ধামরাইয়ে আঞ্চলিক সড়কের পাশের মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাওয়ার কারণে সড়কের ঔই স্থান যেমন ঝুঁকিতে রয়েছে তার চেয়েও বেশি ঝুঁকিতে রয়েছে পল্লী বিদ্যুৎ এর খুঁটি। খুটির খুঁটির চারপাশের মাটিও কেটে নেওয়া হয়েছে ইট ভাটায় ইট তৈরির কাজে। ঘটনাটি ঘটেছে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় কালামপুর – জালসা- কাউয়ালিপাড়া আঞ্চলিক সড়কে। গতকাল সরেজমিনে দেখা যায়, উপজেলার কালামপুর হইয়ে জালসা কাউয়ালিপাড়া আঞ্চলিক সড়কের জালসা এলাকায় সড়কের পাশেই গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদেরের এস এস বি ব্রিকস নামে একটি ইট ভাটা রয়েছে। তিনি সড়কের কিনার পর্যন্ত মাটি কেটে নিয়েছে। এতে যে কোন সময় আঞ্চলিক সড়কের বড় ধরনের ক্ষতি হতে পারে। ঘটতে পারে পরিবহন দূর্ঘটনা। সাধারণ মানুষের জানমালের রয়েছে অনিশ্চয়তা। কিন্তু বড় চেয়ে অবাক কান্ড। সড়কের পাশেই রয়েছে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ এর খুঁটি। তার কোন চিন্তা না করেই বিদ্যুৎ এর খুঁটির চারপাশের মাটি কেটে ইট ভাটায় নিয়ে যান আব্দুল কাদেরের লোকজন। যে কোন সময় খুটিটি পরে যেতে পারে। ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। কারণ ৩৩ শত ভোল্টেজ এর লাইন সংযোগ রয়েছে এই খুঁটির মধ্যে। ৩/৪ টি খুটি মাটি কেটে নেওয়ার কারণে খুঁটিগুলি ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয়রা জানান, কেউ এ ব্যাপারে মুখ খোলবেন না। কারণ আব্দুল কাদের একজন আওয়ামী লীগের নেতা। গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি।তিনি ধরাকে সড়া জ্ঞান মনে করছে। তাই এমন কাজ করতে পারলো।যে কোন সময় বৈদ্যুতিক খুঁটিটি পড়ে যাবে। আব্দুল জলিল মিয়া নামে এক সি এন জি চালক বলেন, এর আগে কাউয়ালিপাড়া এলাকায় অটোর উপর গাছ পড়ে কয়েকজন মারা গিয়েছিল।এবার বিদ্যুৎ এর খুঁটি পড়ে মারা যাবে।একটু বৃষ্টি হলেই খুঁটির গোড়ার মাটি সড়ে যাবে। এ বিষয়ে গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাদের মোল্লাকে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। উপজেলার কুশুরা পল্লী বিদ্যুৎ এর এজিএম সিজান আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ভাটার লোকদের ডেকে আনা হয়েছিল। দুই একদিনের মধ্যে তারা খুঁটির গোড়ায় মাটি দিয়ে ঠিক করে দেবে। সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আরাফাত সাকলাইন বলেন, ঘটনাটি জানার পর সেখানে গিয়ে ভাটার মালিকের সাথে কথা হয়েছে। আবার রাস্তার পাশ মাটি দিয়ে ভরাট করে দিবে। যদি না দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এস এস বি ব্রিকস এর মালিক ও গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর কাদের বলেন, ম্যানেজারকে বলার পরও সে বেশি কেটে ফেলছে।আমি খুব দ্রুত আবার মাটি ফেলে বিদ্যুৎ এর খুটি ও রাস্তার পাশে ভরাট করে দিবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com